রূপ

in BDCommunity3 years ago

রূপ

woman-1081873_960_720.jpg
Image score

ফেইসবুক থেকে আমার প্রেমের শুরু। দামি ক্যামেরায় তোলা এডিট করা রূপের ঝলক দেখে মুগ্ধ হয়েছিল ছেলেটি। আমি বার বার বলেছিলাম আমি বাস্তবে কিন্তু এতটা রূপবতী নয়। উত্তরে ছেলেটি বলেছে আমি তোমার রূপকে নয় মন কে ভালোবাসি। এভাবেই চ্যাট করে কথা বলতে বলতে ছেলেটি আমাকে ভিডিও কল দেয়। যদিও আমি প্রথমে কল ধরতে চাইনি কিন্তু চিন্তা করলাম সে তো আমার রূপ নয় মনকে ভালোবাসে। এ কথা ভেবে আমি ওর ভিডিও কল রিসিভ করি তারপর থেকে আমার ফোন এ আর কোনো দিন কল আসেনি। আমি ওর সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করেছিলাম অনেক কিন্তু সে আমাকে ব্লক করে দেয়।

এর পরেও যে রূপ দেখে ভালোবাসা হয়না এই কথাটার কতটা সত্যতা আছে তা তোমার মতো প্রেমিকরা আমাদেরকে বুঝিয়ে দেয়। রূপ দিয়ে পুরুষ মানুষ কাবু করা সম্ভব কিন্তু গুন্ দিয়ে নয়। যতই নিজের সৌন্ধর্য নিয়ে খুশি থাকতে চাইনা কেন , মানুষ যখন আমার সামনে সুন্দরী মেয়েদের বেশি গুরুত্ব দেয় বিশ্বাস করো অনেক হিংসা হয়। তখন মনে হয় এই সমাজে হয়তো সবচেয়ে রূপের চর্চা টা বেশি করা দরকার। যার যত বেশি রূপ আছে তার গুরুত্ব তত বেশি। যখন মার্কেটে যাই আর যখন কোনো সুন্দর কালারের জামাকাপড় পছন্দ করি তখন দোকানদার বলে এই কালারটা ফর্সা মেয়েকে বেশি মানাবে। আপনি অন্য কোনো কালার দেখেন। তখন আর সেই জামাটা নিতে ইচ্ছা করে না।

চাকরির পাওয়ার আগে রাতে ঘুম আসতো না। অনেক পরিশ্রম করার পরে চাকরি টা হলো। তবুও চোখের নিচে কালো দাগটা গেলোনা। অনেক কষ্ট হয় সেটা আপনারা বুঝবেন না। আপনারা পুরুষ মানুষ সুন্দর্য শুধু রঙের ভিত্তিতে করেন। মনের সৌন্দর্যের সুন্দর রঙটা আপনারা বুঝার চেষ্টা করেন না।

এলাকার খুব পরিচিত একজন আপু খুব সুন্দরী। এসএসসি পরীক্ষার পর উনার একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু কিছুদিন যাওয়ার পর ঠিকই অন্য আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে। এমনকি উনার এক বছরের একটি বাচ্চাও আছে। আবার একই এলাকার আরেক বড় আপু কালো বলে এখনো বিয়ে হচ্ছেনা। কোনো ছেলে উনাকে পছন্দ করছে না। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। মেয়ে অনেক ভদ্র কিন্তু এখনো বিয়ে হচ্ছে না সে কালো বলে। একটি সুন্দরী মেয়ে খারাপ ভাবে ভাইরাল হওয়ার পরেও সে অন্য একটা ছেলের সাথে সুখের সংসার করছে অন্যদিকে একটা ভালো মেয়ে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে , সব ছেলেদের মুখে একই কথা মেয়েটি কালো। এটাই হলো আমাদের সমাজ। এটা আমি আপনি চাইলেও বদলাতে পারবো না।

তবে এই ঘটনা থেকে আমি বুঝলাম সুন্দর চরিত্রের কালো চামড়া দুশ্চরিত্রের সাদা চামড়ার কাছেও হেরে যাই। হোক সে ভালো বা খারাপ , সাদা চামড়াটাই হলো মানুষের কাছে সবচেয়ে মূল্যবান। একের ভিতর সব পাওয়া যাই না ,কিছু কমতি থাকবেই। সব সুন্দরে সুখ নেই , দেখতে হয়তো দুধের মতো সাদা কিন্তু দিন পার হলেই দেখবেন ভিতরটা আলকাতরার মতো কালো। কি লাভ হলো সাদা চামড়া দিয়ে যদি জীবনটা সুখের না হয়ে দুঃখের হয়ে উঠে। তুমি হয়তো কালো মানুষের সুন্দর্য দেখতে পাওনা। কিন্তু তুমি চোখের ধূলি সরাও ওই কালো মেয়েটাও সুন্দর। কালো মেয়ে হলেও তাদের মধ্যে দৃর্যশক্তি অনেক বেশি থাকে। নাহলে এরা এত দুঃখ কষ্ট মেনে নিতো না। রূপ দিয়ে কোনো রং হয়না। আবার রং দিয়ে কেউ রূপবতী হয় না।