Save the green nature - My nature cleaning mission in the Sunday afternoon || 31-05-2020🌍🌏

in BDCommunity4 years ago

হ‍্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই।আশাক‍রি সবাই ভালো।
নতুন আরো একটি বাংলা ব্লগে আপনাদের স্বাগতম।
বন্ধুরা, শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বিষয়ে আলাপ করতে চাইছি।হ্যাঁ বন্ধুরা আমি আজ সবুজ প্রকৃতির কথা বলছি।আমি আজ আপনাদের সাথে সবুজ প্রকৃতি নিয়ে আলোচনা করতে চাই।

চলুন কথা বলি

IMG_20200531_172226.jpg

IMG_20200531_172308.jpg

IMG_20200531_172345.jpg

IMG_20200531_172352.jpg

IMG_20200531_171949~2.jpg

IMG_20200531_171909.jpg

বন্ধুরা আমাদের প্রায় সকলের বাড়ির পাশেই কিছু-না-কিছু সবুজ প্রকৃতি কিংবা সবুজ প্রকৃতির বাগান থাকে।কিন্তু আমাদের বাড়ির পাশের এই সবুজ প্রকৃতিকে কি আমরা খেয়াল করি।বন্ধুরা অবশ্যই আমাদের সকলেরই আমাদের বাড়ির পাশের সবুজ প্রকৃতিকে গুরুত্বের সাথে খেয়াল করা উচিত।এই সবুজ প্রকৃতি আমাদের বাড়ির পাশের সৌন্দর্যকে বৃদ্ধি করে তোলে।এই সবুজ প্রকৃতি আমাদের সুন্দর ও সুস্বাস্থ্য অক্সিজেন দেয়।
এছাড়া আমি মনে করি এই সবুজ প্রকৃতি আমাদের সব সময় বিনোদন দেয়।বিকেলবেলা আমরা এই সবুজ প্রকৃতির মাঝে সুন্দর কিছু সময় কাটাতে পারি।বন্ধুরা এই সবুজ প্রকৃতির মাঝে অনেক উপকারী গাছ লুকায়িত আছে, যেসব গাছগুলো ঔষধি গাছ নামে পরিচিত যা আমাদের জন্য খুবই উপকারী।এই সকল দিক বিবেচনা করে অবশ্যই আমাদের বাড়ির পাশের সবুজ প্রকৃতি ও অন্যান্য সবুজ প্রকৃতি, সবুজ প্রকৃতির বাগানকে গুরুত্ব দেওয়া উচিত।বন্ধুরা আমি মনে করি এই সবুজ প্রকৃতি আমাদের পৃথিবীর সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের যার যার নিজেদের সম্পদ।তাই আমাদের নিজ নিজ দায়িত্বে আমাদের বাড়ির পাশের সবুজ প্রকৃতিকে সংরক্ষণ করা সকলের কর্তব্য।আমাদের প্রতিনিয়ত সবুজ প্রকৃতিকে রক্ষা করা উচিত।সবুজ প্রকৃতিতে দূষিত আবর্জনা থাকলে অবশ্যই তা পরিষ্কার করে দেওয়া আমাদের সকলের কর্তব্য।তাই বন্ধুরা আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে আমাদের বাড়ির পাশের সবুজ প্রকৃতি, সবুজ বাগান ও ইত্যাদি প্রকৃতি রক্ষা করি।এবং আমাদের গ্রহটাকে দূষণমুক্ত করে গড়ে তুলি।
আমাদের পৃথিবীটাকে সুন্দর করি।
বন্ধুরা আমি আমার বাড়ির পাশের সবুজ প্রকৃতি সব সময় রক্ষা করার চেষ্টা করি।আমি সব সময় আমার বাড়ির পাশের সবুজ প্রকৃতি থেকে দূষিত আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করি।এছাড়া আমি যেখানেই সবুজ প্রকৃতি দেখি সেখানেই এগিয়ে যাই, সেখানে আমি সময় কাটাতে পছন্দ করি এবং সেখানকার দূষিত আবর্জনা আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি।
বন্ধুরা আজ রবিবার ৩১ মে ২০২০ ইং।আজ আমি আমার বাড়ির পাশের সবুজ প্রকৃতি থেকে দূষিত আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করেছি।পরিষ্কারের সময় আমি আমার ব্যবহৃত মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলেছি।ছবিগুলো আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।

IMG_20200531_170006.jpg

IMG_20200531_170016~2.jpg

IMG_20200531_170235~2.jpg

IMG_20200531_170103~2.jpg

IMG_20200531_170158~2.jpg

IMG_20200531_170300~2.jpg

IMG_20200531_170402.jpg

IMG_20200531_170420.jpg

IMG_20200531_170437.jpg

IMG_20200531_170451.jpg

IMG_20200531_165929.jpg

সবাই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আজ এ পর্যন্তই।আশা করি আবার দেখা হবে।
আর আসুন আমরা আজ থেকেই আমাদের গ্রহের সবুজ প্রকৃতি রক্ষা করি।

ধন্যবাদ

@mdaminulislam

Sort:  

Twitter share link-

সবুজ প্রকৃতি আমার ভালো লাগে, কারন সবুজ প্রকৃতি আমাদের সজীব ও সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। সত্যি আমরা যদি একটু চেষ্ট করি, আমরা যদি একটু সচেতন হই, তবে আমাদের চারপাশের সবুজ প্রকৃতি আরো সুন্দর ও মনোরম থাকতো।

আমাদের সকলের অবশ্যই সচেতন থাকা উচিত এবং আমাদের চারপাশের প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা উচিত।