লকডাউন শেষে আড্ডাবাজি

in BDCommunity4 years ago

আমরা সবাই জানি করোনা ভাইরাসের কারণে আড্ডা দেওয়া এবং বাহিরে ঘুরে বেড়ানোটা অনেকাংশেই কমে গেছে । তার পরেও আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো বাহিরে ঘুরে বেড়ায় আড্ডা দিয়ে বেড়ায় যদিওবা আমি তাদের মধ্যে নই। এই লোকজনের মধ্যে বাহিরের খাবার খাইনি বললেই চলে এবং বন্ধুদের সাথে বাহিরে আড্ডা এবং ঘুরে বেড়ানোটা সেটা অনেকাংশে কমে গিয়েছে ।

20200624_131939.jpg

ঘুরে বেড়ানো এবং আড্ডা দেওয়া আমার খুবই পছন্দ। যে সময় পরিস্থিতি ভালো ছিল অর্থাৎ করোনাভাইরাস এর আগে সারাদিন ঘুরে বেড়াতাম । যদিও বা চাকরি বাকরি নাই সে কারণেই সময় অনেক বেশি হাতে। তাই সব সময় ঘুরে বেড়াতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম। এ কাজটি সব সময় ছিল আমার সবচেয়ে প্রিয় তাই সেই অভ্যাসটা ছাড়তে আমার হয়েছিল খুবই কষ্ট । আর বর্তমানে যখন পরিস্থিতি টা একটু ভালো দেখে, জানিনা এটি পরিস্থিতি ভালো নাকি খারাপ কিন্তু সরকার বাতিল করে দিয়েছে । অর্থাৎ এখন নেই বললেই। ঘুরে বেড়ানো এবং আড্ডা দেওয়া আমার খুবই পছন্দ। যে সময় পরিস্থিতি ভালো ছিল অর্থাৎ করোনাভাইরাস এর আগে সারাদিন ঘুরে বেড়াতাম । যদিও বা চাকরি বাকরি নাই সে কারণেই সময় অনেক বেশি হাতে। তাই সব সময় ঘুরে বেড়াতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম । এ কাজটি সব সময় ছিল আমার সবচেয়ে প্রিয় তাই সেই অভ্যাসটা ছাড়তে আমার হয়েছিল খুবই কষ্ট । আর বর্তমানে যখন পরিস্থিতি টা একটু ভালো দেখে জানিনা এটি পরিস্থিতি ভালো নাকি খারাপ কিন্তু সরকার বাতিল করে দিয়েছে অর্থাৎ এখন নেই বললেই চলে। তাই আমিও বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। এরই পরিপ্রেক্ষিতে প্রথম আড্ডাটি হয়েছিল আমার খুব কাছের একজন বন্ধু যে মাহবুব আলম ( @steemitwork )।

পরিস্থিতি প্রায় স্বাভাবিক বললেই চলে যদিও বা পরিস্থিতি স্বাভাবিক হয়নি । আমাদের সরকার লকডাউন টি শেষ করে দিয়েছে অর্থাৎ এখন আর আগের মতো কোনো লক্ষণ নেই । এই অবস্থায় আমি চলে গেলাম বাজারে যেখানে মাহবুব আলম দীর্ঘ 10 বছর ধরে কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা করে আসছেন তা এখানে সারাদিন পার হয়ে যায় আর আমিও পৌঁছে গেলাম তার কাছে। এখানে গিয়ে তাকে ডাক দিলাম এবং নিয়ে আসলাম একটু চার্জ বলে সেই চিরচেনা চায়ের স্টলে স্টলে বসে আমরা সারাদিন আড্ডা দিতাম চা খেতাম আর যৌথ আমাদের আড্ডা/

20200624_131210.jpg

20200624_131932.jpg

20200624_131229.jpg

20200624_131213.jpg

এই চায়ের স্টলটিতে বসে কতটা সময় পার করেছে তার কোনো হিসাব নাই বললেই চলে এই চায়ের স্টলে সাথে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি । এই স্টলটিতে আমরা বন্ধুরা একসাথে বসে আড্ডা দিতাম। আজ বসে আছি আমি আর মাহবুব । কারণ পরিস্থিতি খারাপ হওয়ায় বাকি বন্ধুরা বাসা থেকে খুব কমই বের হয় । সবাই নিজেদেরকে নিরাপদ রাখতে ব্যস্ত। যাইহোক আমরা চেষ্টা করি নিজেদের নিরাপদ রাখতে কিন্তু মাঝেমধ্যে বাসা থেকে বের হলে না হয় না । কারণ মন মেজাজ ভালো রাখতে হলে অবশ্যই বের হতে হবে এবং করতে হবে। আড্ডাবাজি ছাড়া কারো মন ভালো করা কখনোই সম্ভব নয় ।

মাহবুবের সাথে আমার বন্ধুত্ব আজ একদিনের নয়। সেই ছোটবেলা থেকে একসাথে খেলে বড় হয়েছি। অবস্থার পরিপেক্ষিতে বিভিন্নজন বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে আর এভাবেই আমাদের জীবন চলতে ছিল । এমন এক সময় হঠাৎ খবর পাই steemit.com যেতে পেয়েছিলাম ফেসবুকের মাধ্যমে যদিও বা তখন এতটা গুরুত্ব দেয়নি। আমরা পরবর্তীতে এই ঘটনাটি ঘটেছিল 2017 সালে ।পরবর্তীতে 2017 সালের অক্টোবর মাসে আমাদের আরেকটি বন্ধু সুমন @mspbro আমাদের নিয়ে এসেছিল এই steemit.com এর সম্পূর্ণ খবর শুরু হল আমাদের এই বিষয়ে আলোচনা । শুরু করলাম steemit.com এ কাজ প্রথমে বানিয়েছিলাম একাউন্ট । তারপর বুঝতে পারেনি আসলে কিভাবে কাজ করতে হয় এই steemit.com এ । যাই হোক পরবর্তীতে ধীরে ধীরে কাজ আমাদের চলতেই থাকে এভাবে কাজের একসময় এসে কাজ মোটামুটি আয়ত্তে চলে। এসেছে পরিবর্তন হলো বিভিন্ন পরিবর্তন হলো । চলে আসলো হাই এখনো আমাদের আড্ডাবাজি চলে এখনো আমরা একসাথে যখন বসে থাকি তখন আমাদের কথা চলে হাই নিয়ে কিভাবে হাইবে আমরা কাজ করব কিভাবে নিজেদের প্রোফাইলটিকে স্ট্রং করব কিভাবে আরো বেশি ইনকাম করব কিভাবে ব্লগ লেখি নিজেদেরকে আরো তৈরি করে ফেলব । এই যুদ্ধের জন্য যাইহোক ব্লগিং একটি প্রতিভা এবং অথবা হাইবে কাজ করতে গেলে অবশ্যই আমাদের প্রতিভার প্রয়োজন আছে এবং প্রতিভা না থাকলেও যতদিন আমরা কাজ করতে থাকবো কাজ করার সাথে সাথে আমাদের প্রতিভা এমনিতেই বেড়ে যাবে। আমরা যদি কাজ করতে থাকি একসময় এসে অবশ্যই আমাদের অনেক অনেক অংশে আমাদের কাজের উন্নতি হবে।

যাইহোক সবশেষে একটি কথা না বললেই নেই বন্ধু আছে থাকবে এবং চিরকাল থাকবে । বন্ধুত্ব আছে দেখেই পৃথিবী টিকে আছে আমরা সকলেই একে অন্যের উপর কোনো-না-কোনোভাবে নির্ভরশীল এবং এই নির্ভরতা বন্ধুদের ওপর অনেক বেশি। তাই বন্ধুত্ব কখনো নষ্ট করতে নেই । যেভাবেই হোক এটিকে টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। এই আড্ডাবাজিতে বন্ধুত্বের একটি অংশবিশেষ তাই আড্ডা বাজি বন্ধ করা যাবে না বন্ধুত্ব নষ্ট করা যাবে না। যেমন চলছে তেমনি চলবে এবং এই আড্ডাবাজির কারণে বন্ধুত্ব গভীর হবে আশা করি আমরা সকলে আমাদের বন্ধুদের নিয়ে সঠিকভাবে আমাদের কাজ করে যাব এবং বন্ধুত্ব বন্ধন টিকে আরও দৃঢ় মজবুদ করব।

Thanks for your time

You Can find me in

Youtube

Twitter

Facebook

Instagram

Hive

Discord : #ridoykhan22#0033

e2drh4.png

Sort:  

ইনশাআল্লাহ্ ।। পৃথিবী খুব দ্রুতই সুস্থ হবে। আমরা ফিরে পাবো সেই চির চেনা পৃথিবীকে। আড্ডায় মাতিয়ে তুলবো। চায়ের কাপে চুমুকে চুমুকে করবো তর্ক বিতর্ক। বন্ধুত্ব করবো আরো দৃঢ়।

Hi @ridoykhan22, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

Thank you for your Support