এলোমেলো চিন্তা

in BDCommunity2 years ago (edited)

​মাঝেমধ্যেই নিজের চারি পাশের মানুষ গুলোর দিকে তাকাতে ইচ্ছে করে। মানুষের জীবন দৃশ্যগুলো বেশ অদ্ভুত সুন্দর ভাবে সাজানো। আমি নিজের জন্য একটু সময় কুড়িয়ে নি। জীবনে এমন কিছু লক্ষ্য করি যেটা আমাকে মুগ্ধ করে। আমি এমন অনেক কিছু দেখে অবাক হই যেটা আমার কাছে অমূল্য মনে হয়। এখন আমি বেশ চিন্তিত আমার মনের ভেতর কি চলছে। সেটা আমি প্রকাশ করার চেষ্টায় আছি। মানুষ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সবথেকে বেশি চিন্তায় থাকে। কারণ ছোট থেকেই আমাদের চিন্তা করানো হয় তুমি বড় হয়ে ডাক্তার হবে। এটা থেকেই আমরা শিখেছি বর্তমানের থেকেও ভবিষ্যৎ টা বেশি মূল্যবান। হঠাৎ করেই একজন মায়ের মুখে আমি শুনলাম "আমি বেশ ক্লান্ত"।

আমার মনে প্রথম যে প্রশ্নটা এসেছে, তিনি হয়তো নিজের সন্তানদের লালন-পালন করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। আসলে কি আসল দৃশ্যটা এটাই ঘটছে? তিনি তখন আমাকে উত্তর দিয়েছিলেন আপনি আমাকে দেখুন, আমার আশেপাশে তাকান। আমি তখন বুঝতে পেরেছি না তার ক্লান্ত দিকটা সন্তানদের জন্য নয়। আমার নিজের মধ্যেও মাঝে মধ্যে এই ধরনের ক্লান্তি দিকটা আসে। আমি উপলব্ধি করতে পারি আমি জীবনের সকল ছোট ছোট অনুভূতিগুলো বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। তখন আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি আমার মধ্যে হতাশা কাজ করে। তখন আমি এই জীবনকে ঠেলে ঠেলে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করি। যে জীবনে প্রাণ থাকেনা।

আমরা আমাদের জীবনে আশেপাশে এমন অনেক লোক খুঁজে পাই যারা আমাদের আরও ক্লান্ত করে তুলে জীবনের উপর। তারা আমাদের দিকে হাজারো প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু তার মধ্যে কোন উত্তর থাকে না। কারণ উত্তর খোঁজার দায়ভার শুধু আমার জন্যই। আমি দেখেছি মানুষ ভ্রমণের মাধ্যমে এ জীবন উপভোগ করে। আবার আমি অনেককে দেখেছি যারা সারা জীবন সংসারে নিজের জীবন উপভোগ করে। আবার আমি এমন অনেককে দেখেছি যারা নিজের ক্যারিয়ার তৈরি করতে জীবন উপভোগ করে। কিন্তু আমার উপভোগ করার জায়গাটা আজকাল খুঁজে পাইনা। আমি যখন এই কথাগুলো কাউকে প্রকাশ করার চেষ্টা করি তারা ঠাট্টা করার ছলে আমার হতাশা কে উড়িয়ে দেয়। তখন আমিও তাদের সাথে হেসে নিজেকে আরও হতাশায় ঠেলে দেওয়ার সিদ্ধান্ত নেই।

সে মায়ের ক্লান্তিকর জীবনটা কোন দিকে আমি খুঁজে পেয়েছি। নিজের মধ্যেই একজন। একজন মা কখনো সন্তানদের জন্য ক্লান্ত হয় না। জীবনের সকল ছোট ছোট অনুভূতিগুলো ক্লান্ত করে দেয়। আমরা যখন খুব বেশি কারও উপর প্রত্যাশা করি তখন অনেকেই আমাদেরকে বোকা বলে উপাধি দেয়। আবার যখন কাউকে আমরা বিশ্বাস করতে চাই না, তখন আমাদের উপাধি হয় আমরা হয়তো কারো কাছ থেকে ধোকা খেয়েছি। আজকাল মানুষের কোন দিক দিয়েই চিন্তা করার সময় নেই শুধু নিজের চিন্তা বাদে।

আমার সময়টা বেশ ক্লান্তিকর পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে। যেখানে আমার সময় সীমিত, সেখানে প্রিয় মানুষটার কাছে নিজের সময় সাগরের মতো। আসলে আমরা সবাই হয়তো নিজের দিকটা থেকেই সব সময় চিন্তা করি। আমিও হয়তো তার ব্যতিক্রম নয়। মাঝে মধ্যে সময় দিতে হয়, পরের জন্য না হলেও নিজের জন্য। ভাবতে হয় আমি যে পথে হাঁটতে যাচ্ছি, সে পথের কাটার আঘাত গুলো কতটা গভীর হবে। কিছু কিছু স্বপ্ন আমাদের মরিয়া করে তোলে সেই স্বপ্নগুলো বাস্তবে রূপান্তর করার জন্য। কারণ আমরা স্বপ্ন পূরণ করতে ভালোবাসি। কারণ আমার মত যারা শূন্য হৃদয়ের মানুষ তারা জীবনে নিজের স্বপ্নগুলোকে সবার আগে রাখে। কারণ তারা হয়তো জানে দিন শেষে তাদের খালি হাতেই ফিরতে হবে।

IMG_20220512_145055.jpg

Sort:  

দিন শেষে পূরণ হওয়া স্বপ্নগুলোই থাকে। আর যদি সেটাও অপূরণ থাকে তাহলে তো আর কিছুই থাকে না।

আমরা আমাদের জীবনে আশেপাশে এমন অনেক লোক খুঁজে পাই যারা আমাদের আরও ক্লান্ত করে তুলে জীবনের উপর। তারা আমাদের দিকে হাজারো প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু তার মধ্যে কোন উত্তর থাকে না। কারণ উত্তর খোঁজার দায়ভার শুধু আমার জন্যই।

আসলে সমস্যাটা এই জায়গাতেই, আমার আর আপনার জন্ম এসব উত্তর খোঁজার জন্য হয়নি। তাই না? 😅


আমাদের একমাত্র কাজ হচ্ছে নিজেকে খুশি রাখা। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে ওই খুশিতে যেন অন্যের বেদনা লুকিয়ে না থাকে। কিন্তু সৃষ্টিকর্তা যদি আপনার-আমার পদক্ষেপে নারাজ না হন, তাহলে সেই অন্যজনের বেদনার জন্য আপনি-আমি দায়ী নই ।


আপনার কথাগুলো শুনে খুব ভালো লেগেছে, এমনটা ভাবা মানুষের কাছে যেন আজকাল পাপ । আল্লাহ্‌র দ্যূতরা যদি ভূল করতে পারে তাহলে সম্পূর্ণ মানবজাতি কেন নয় ?????? নিজে বুঝুন, নিজে খুঁজুন। আপনি পথ খুজে পাবেন আমি এতে বিশ্বাসী ।

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

ভালো লাগলো