life of a girl

in #a5 years ago

Today i am posting about something about girls life which is very terrible.

The reality of girls life

its in my mother language.

66715759_2350486951874868_7324507930902921216_n.jpg

বাস্তবতা,
১৮ থেকে ২৫ বছর মেয়েদের জন্য জীবনের সবচেয়ে কঠিন বয়স।সামনে কি আছে জানা নেই আবার পিছনে ফিরে যাবারও উপায় নেই।এই বয়সে পায়ের উপর পা তুলে নাটকের চ্যানেলও দেখা যায় না আবার কার্টুন চ্যানেল দেখাটাও বাচ্চামী হয়ে যায়।🙂

এই বয়সে যতই কষ্টে থাকুক না কেন মুখে হাসি থাকবেই।কয়েক বছর আগে যে পাশের ফ্লাটের আন্টিরা ঈদের সালামি হিসাবে একশ টাকার কচকচে নোট ধরিয়ে দিতেন তারাও এসময় খুব গম্ভীর মুখ করে জিজ্ঞেস করেন,"বাচ্চা কবে নিবা/ বিয়ে করবানা না কি???পরিবার নিয়ে কি ভাবলে??😑

এই বয়সে খাবার টেবিলে বসে তরকারি পছন্দ না হলেও শান্তভাবে খেতে হয়।এই সময় জ্বর-সর্দি-কাশি হলে সেটা কারো চোখে পড়েনা।এই ধরনের অসুখগুলো নীরবে সহ্য করে যেতে হয়!এই বয়সটা কিছুই না পাওয়ার।

এই বয়সটা পুরানো মানুষদের হারিয়ে ফেলার। এই বয়সটা অনিশ্চয়তার,অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যশিত কাঁধে নেয়ার।যে দায়িত্ব কাঁধে নেয়ার পর ভুলে যেতে হয় কে আমি 😥😥😥

নির্মম বাস্তবতা...!

untitled.png