হ্যালো বাঙালি ভাইয়া/আপু ! আপনাকে বলছি............
ভাইয়া/আপু, আসলে আমি গুছিয়ে কিছু লিখতে পারি না । আমার অনেকগুলো অযোগ্যতার মধ্যে এটি বড় ধরণের একটি অযোগ্যতা । তাই লেখার শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য । লিথতে পারি না তবুও লিখতে বসেছি কারণ আজকের এ লেখাটি আমার ব্রেন থেকে নয় আমার হৃদয়ের কথাগুলোর অগোছালো লিখিত রুপ । ব্যাথিত হৃদয় কেন যেন বলছে কথাগুলো স্টিমিট কমিউনিটির বাংলাদেশি ভাইয়া/আপুদের সাথে শেয়ার করা উচিৎ । হয়তোবা তাতে হৃদয়ের ব্যাথা কিছুটা লাঘব হবে ।
বকবক অনেক হল, চলুন এবার আসল কথা শুরু করা যাক । নিজ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রমোট করা, বিশ্বের কাছে পরিচিত করা, বিশ্ববাসীর সামনে তুলে ধরা প্রত্যেকটি নাগরিকের কাছে দেশের পাওনা । সো একজন বাঙালি হিসেবে বাংলাদেশকে প্রমোট করাও আমার/আপনার কাছে দেশের পাওনা এবং আমাদের দায়িত্বও বটে । কারণ আমার দেশেকে তো আমাকেই বিশ্বের সামনে তুলে ধরতে হবে । অন্য কেহ তো আমার দেশকে প্রমোট করতে আসবে না তাই না?
[Image Source] (https://einfon.com/flags/bangladesh-flag/)
হিসেব করলে শত অসুবিধার মাঝেও দেশ আমাদের যে সুবিধাগুলো দিয়েছে’/দিচ্ছে/দিয়ে যাচ্ছে সেগুলোর সংখ্যাও কিন্তু কম নয় । প্রত্যেকের নিজ নিজ আঙ্গিকে দেশকে প্রমোট করা উচিত, বিশ্ববাসীর কাছে ফুটিয়ে তোলা উচিত । খেলোয়াড় তার ভালো খেলার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে লেখক তার সুন্দর লেখনির মাধ্যমে দেশকে প্রমোট করবে। । এভাবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেস্টা প্রচেস্টা চালিয়ে যাবে এটাই প্রত্যেক সু-নাগরিকের কাছে দেশের চাওয়া পাওয়া, আশা-প্রত্যাশা । সে হিসেবে যারা সোস্যাল মিডিয়ায় এক্টিভ পার্সন তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে সোস্যাল মিডিয়ার মাধ্যমে দেশকে প্রমোট করা । আপনি স্টিমিট এর এক্সপ্লোর অপশনে গিয়ে ট্যাগগুলোতে খেয়াল করলে দেখতে পাবেন
Africa, india, indonesia, japanese, nigeria, norway, persian, philippines, spanish, teamaustralia, teammalaysiathai, Usa, venezuela এমনকি মায়ানমায়ারের মত দেশও আপনি সেখানে খুজে পাবেন । পাশেই লেখা আছে এই পোস্টটি কতবার ব্যবহার করা হয়েছে । আপনার সুবিধার্থে এর একটি চার্ট আমি আপনার সামনে তুলে ধরছি ।
কিন্তু অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে, ম্যাগনিফায়ার দিয়ে খুজেও সেখানে Bangladesh, Bangla, Bengali, Bangladeshi, এ ধরণরে কোনো ট্যাগ আপনি খুজে পাবেন না । তবে হ্যা, আমাদের কতিপয় স্টিমিয়ানরা দেশকে ভালোর সাথে প্রমোট না করলেও একদল বাঙালি স্টিমিয়ান (সবাই কিন্তু না) প্ল্যালাগারিজম এবং স্প্যামিংয়ে রেকর্ড গড়ে দেশকে ব্যাড প্রমোট করার অবিরাম চেস্টা চালিয়ে যাচ্ছে । তবে আমাদের দেশের কোয়ালিটি সম্পন্ন কিছু স্টিমিয়ান স্টিমিট কমিউনিটিতে নিজের ভালো অবস্থান তৈরি করতে ইতিমধ্যেই সক্ষম হয়েছে ।
তাই আসুন আমরাও অনন্য দেশের মত নিজ দেশের ট্যাগ ব্যবহার করে কমপক্ষে একটি হলেও পোস্ট দেই । এবং অনন্য দেশের মত ট্যাগ অপশনে নিজের দেশের জায়গা করে নেই । এবং কপি-পেস্ট, স্প্যামিং পরিহার করার প্রতিজ্ঞা গ্রহণ করি । নতুন বাঙালি স্টিমিয়ানদের হেল্প করি ।
#শুভ #স্টিমিংংংংংংংংংংংংংংংংংংংংংং
জানিনা আমার এ লেখা কয়জন বাঙালি পড়বে, হয়তোবা খুবই অল্প সংখ্যক ! কারণ আমার এই এ্যাকাউন্টটি একদমই নতুন এবং ফলোয়ারের সংখ্যা নিতান্তই কম। আপনার রিস্টিম করার দ্বার আমার এ নিবেদনটি অনন্য বাঙালি পৌছে যেতে পারে । বিষয়টি আপনার বিবেচনাধীন রইল ।
You got a 1.72% upvote from @oceanwhale With 35+ Bonus Upvotes courtesy of @alaminnoman! Delegate us Steem Power & get 100%daily rewards Payout! 20 SP, 50, 75, 100, 150, 200, 300, 500,1000 or Fill in any amount of SP Earn 1.25 SBD Per 1000 SP | Discord server
You got a 3.27% upvote from @emperorofnaps courtesy of @alaminnoman!
Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!
Congratulations @alaminnoman! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of comments
Award for the number of upvotes received
You got a First Reply
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
To support your work, I also upvoted your post!
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Released on: May 14th
As a friendly reminder, the current upvote fee is $0.12 SBD ($0.121 for incognito). Current 300%+ upvote is now $0.36+ SBD.
Join our 10 SP Challenge!!!
Simply click this link to delegate 10 SP Now!
Or delegate any of these other amounts and make a "striking" return on your investment!
50 SP --- 100 SP --- 200 SP --- 500 SP --- 1000 SP
That being said...
Investors who delegate SP to @thundercurator are entitled to 75% of @thundercurator income after curation. Get on-board early and grow with us!