I know that you can not get out of the house for a long time, you can get out of the sunshine outside, but you are bound to the wind, but you are bound to be bound, and from the boundaries or the way, tell me, if you take me out, then you take me that morning. Keeping you alone in the house and going back in the night,
we have to tell you how to mix our festivals tonight,
and how much sugar or mixed balls are mixed, but I can get mixed with it for a long time, and, where, how much you keep on your chest. It is raining, it tends to run, I get mixed up, I am mixing in it, there is a thunderstorm, I am mixing it together;
Where else , if you mix it with your head, the field of childhood, the yard, rain, football, Conquest, choose, join me with the gold,
One day, I swim in the rainbow pond, I and Nilima. What swimming in it, two halves beside the two lotus flower, I knew what was playing, Nilima closed the eyes with shame, in the water, I drowned in the water, I drowned in the water, but the eyes closed me ছিল না,,
উন্মুক্ত ছিল,,স্কুলের মুক্ত বারান্দাটার মত ।আমি সেথাও মিশে যাই কিন্তু মিলিত হতে পারি না রে বালিশ,,পারি না।ঠিক যেভাবে আমার চোখের জলের সাথে তুই মিশে যাস,,,কিন্তু মিলিত হতে Arisa the water being subjected to torture ,, with my heart!
Paris? Do not parse,
let's take a little verandah in the open air, place it in the free stream, then you will understand how much the heart is tied to the water, how much is locked in this house of exile, in this palace, without land!
You can leave all day, too, very soon, again, just like you, only to return to him at night, just return, but where can I meet and where else can I join, with my heart, where?
Knowing the city, the old civilization, the path, the mats do not know strangers, they have to be strangled, to meet the heart, to meet the heart.
How many more eyebrows pillows, and how many nibi your chest?
জানি অনেক দিন ধরেই ঘর থেকে বাইর হতে পারিস না,,বাইরে ঝকমকে রোদ উঠে, ঝিরিঝিরি বাতাস বহে কিন্তু তুই যে সেই আবদ্ধ তো আবদ্ধই,, আর আবদ্ধ নানা থেকেই বা উপায় বল কি তোর,,বাইরে আমি নিয়ে গেলে তো তোকে!ওই সকাল বেলা তোকে একা ঘরে রেখে যে বাইরে যাই আর রাত্রিতে ফেরা,,
আমাদের মেলা মেশা বলতে তো এই রাত টুকুই,,
আর কত খানি বা মিশি বল,,মিলিত তো হই অনেকক্ষন কিন্তু মিশতে পারি আর কোথায়,,,তোর বুকেই মাথা রেখে কত কি যে ভেবে যাই,,।টিনের চালায় রুমঝুম করে বৃষ্টি হয়,,আমি সেথায় মিশে যাই,কোথাও বড় করে বজ্রপাত হয় আমি সেথাও মিশে যাই,,
তোর বুকেতে মাথা রেখেই মিশে যাই অন্য কোথায়,,ওই ছেলেবেলার মাঠ,উঠোন, বৃষ্ট,ফুটবল বিমল,বিজয়, চয়ন, সোয়েল দের সাথে আমি মিশে যাই,,,।
জানিস একদিন বৃষ্টিভরা পুকুরে সাঁতার কেটেছিলাম,,আমি আর নীলিমা।সে কী সাঁতার,,পাশেই দুটা হাস দুটা পদ্ম ফুলের পাশে কি জানি খেলছিল,,নীলিমা লজ্জায় চোখ বন্ধ করে ডুব দিল জলে,,আমিও ডুব দিলাম জলে,,তবে চোখ যে আমার বন্ধ ছিল না,,
উন্মুক্ত ছিল,,স্কুলের মুক্ত বারান্দাটার মত ।আমি সেথাও মিশে যাই কিন্তু মিলিত হতে পারি না রে বালিশ,,পারি না।ঠিক যেভাবে আমার চোখের জলের সাথে তুই মিশে যাস,,,কিন্তু মিলিত হতে পারিস কি সেই জল নিগৃহীত হওয়া আমার হৃদয়ের সাথে,,!
পারিস? নাকি পারিস না,,
চল চল তোকে একটু বারান্দায় মুক্ত বাতাসে,মুক্ত রোদের মাঝে বসিয়ে দেই,,তাহলেই বুঝবি তোর সাথেই জল মিশেয়ে আবদ্ধ হৃদয়টা কতটা তালাবদ্ধ হয়ে আছে প্রবাসের এই ঘরে,,স্বদেশ বিহীন এই প্রাসাদে,,,!
সারা দিন রেখে যাই আবদ্ধ আদরে খুব যতন করে,,, আবার ঠিক তোর মতই রাতের বেলা কেবল ফিরি তার কাছে,,,শুধু ফিরি,, তবে মিলিত হতে পারি আর কই?মিশতে আর পারি কই,, আমার হৃদয়ের সাথে,,পারি কই?
চেনা জানা শহর,সেই পুরাতন সভ্যতা,পথ ঘাট, মাট যেন অচেনা লাগে আবার অচেনা করে নিতে হয়,,,হৃদয়ের সাথে মিলিত হবার বাসরে।
নতুবা কত আর চোখের জল নিবিরে বালিশ,,আর কত নিবি তোর বুকে?
Special Thanks to : @originalworks
@Originalworks @minnowpond
@followforupvotes @minnowsupport
@dorabot @dropahead @gaman
@abasinkanga @skreza @kevinwong
@craig-grant @juneaugoldbuyer
@blakemiles84 @bobbylee @paco
@crypt0 @trevonjb @yuliana
@thecryptofiend @chriscrypto
@jonnyrevolution @brianphobos
@craigrant---- @craigrant @TrevonjB @trevonjb @CraigRant @Craig-grant
@upvoteforupvote @followforfollow
@itchykitten @martin.mikes
@jean-gregoire @kedjom-keku
@ecoinstant
Non bid bot upvote services:
@treeplanter @echowhale @zappl @life
@weather @thunderstorm
@followforfollow
@upme @luckyvotes @mercurybot
@bearwards @postpromoter
@redlambo @upmewhale @allaz
@steembloggers @sneaky-ninja
@booster @aksdwi @boomerang
Bidder beware:
@mrswhale @getboost @hr1 @bangla
@bdbot @sadbin @originalworks
@minnowpond @followforupvotes
@minnowsupport @dorabot
@dropahead @gaman @abasinkanga
@skreza @kevinwong @craig-grant
@juneaugoldbuyer @blakemiles84
@bobbylee @paco @crypt0 @trevonjb
@yuliana @thecryptofiend
@chriscrypto @jonnyrevolution
@brianphobos @craigrant
@craigrant @tosch #upvoteforupvote
#followforfollow @itchykitten
@martin.mikes @jean-gregoire
@kedjom-keku @ecoinstant