#ফুল!............. পৃথিবীর সৌন্দর্য বর্ধনে ফুল স্রস্টার এক অপার উপহার । আমাদের চারপাশে রয়েছে রং-বেরংয়ের কত রকমের ফুল তার কোনো হিসেব নেই । কয়টির-ই বা আমরা নাম জানি । রাস্তার পাশে, ঝোপের আড়ালে রয়েছে নাম না জানা কত ফুল । ফুল শুধু দেখার সৌন্দর্য বা সুঘ্রান দেয়ার মধ্যেই সিমাবদ্ধ নয় বরং কিছু কিছু ফুল রয়েছে যেগুলো ঔষধ হিসেবেও কাজে আসে । তাই আসুন ফুলকে ভালবাসি ।
#unnamed flower-1
#unnamed flower-2
#Paper flowers
প্রিয় পাঠক ! আমি জানি আমার লেখার হাত অনেক কাচা এবং লেখার মান অনেক খারাপ । বাট (কিছুটা আর্ণিয়ের লোভে হলেও) লিখতে লিখতে এক সময় লেখক হওয়া যায় এই প্রত্যাশা ও কপি-পেস্ট, প্লাগারিজম, স্প্যামিং পরিহার করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই এই কমিউনিটিতে যোগদান করা ।
আশা করি এক সময় আপনাদেরকে ভালো লেখা উপহার দিতে পারবো ।
This post has received a 3.48 % upvote from @boomerang.