#flower_review02 Mighty

in #flower5 years ago

received_2118344721799476.jpeg

দুর্বা এক ধরনের ঘাস আবার ফুলও। আজকে দুর্বাফুল নিয়ে কিছুটা লেখব। আশাকরি ভালো লাগবে।

দুর্বা ঘাস অনেক ছোট সেটা আমরা সবাই জানি। আমাদের অনেকের বাসায় উঠান , বারান্দায় কিংবা ছাদে আছে। আমরা সেখানে দুর্বাফুল লাগাতে করতে পারি। কেননা দুর্বাফুল লাগালে আমাদের বাসাকে আরও ফুতিয়ে তুলবে এই ফুল।

এই ফুল লাগানো খুব সহজ। শুধু মাত্র একটি টব লাগবে। তারপর টবে সেই দুর্বাফুলের চারা লাগাতে হবে। অল্প কিছু দিনের মাঝেই টবে দুর্বাফুল দেখতে পাওয়া যাবে। এটা বাসার সৌন্দর্য বৃদ্দি করবে। আশাকরি আপনারা সবাই এই ফুল গাছটি লাগাবেন আপনাদের বাসার সামনে।

Sort:  

You got a 28.57% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!

This post has received a 8.15 % upvote from @boomerang.