#রিভিউ
placeঃ কুটুমবাড়ি
খাবারঃ জামাই আদর
rice:6.5/10 ( তেলটা একটু বেশি ছিল তাই rating কম দিলাম, বেশি দিলে খাবারের মান খারাপ করে ফেলবে)
আস্ত মুরগীর রোস্ট: ৮/১০ ( হুম আমার পার্সোনালি ভাল লাগছে মুরগীটা ভালই বড় ছিল আর রান্নাটাও ভালছিল)
জর্দা ভাত: ৬.৫/১০ ( মোটামুটি ভালই লাগছে, ভালছিলাম misti টা বড় থাকবে বাট ছোট ছিল)
চাটনি:৮/১০ (কিছু বলার নাই just অস্থির)
price:৮/১০ ( grup এর মেম্বার বলে #৩০ tk ছাড়)>#৩৬০টাকা কমই
ব্যবহৃার:৯.৫/১০ ( আমি পার্সোনালি রেটিং বেশি দেই না বাট ব্যবহৃারর টা খুবই ভাল ছিল এই জন্য বার বার যাই)
কুমিল্লার মধ্যে এইরকম খাবার প্রথম।
#ধন্যবাদ_কুটুমবাড়ি