#blog03 (450 year old city)

in #history5 years ago

IMG_20190818_173037.jpg

৪৫০ বছর পুরনো এক নগরীর নাম হলো পানাম। ঈশা খাঁর আমলের এর ভবন গুলো আজও আর্কশন এর কেন্দ্র বিন্দুতে।

পানাম নগরের দুই পাশে খাল রয়েছে, মাঝে একটি রাস্তা তার দুই পাশে দু’তল-ত্রিতল ভবন। চারিদিকে নিস্তব্ধতা, মৃত কোলাহল আর অব্যক্ত ইতিহাস যেন জড়িয়ে আছে এ নগরীর প্রতিটি ইটে। মনে হয় যেন পথের দুই ধারে কালের সাক্ষী হয়ে দারিয়ে রয়েছে ধ্বংসপ্রাপ্ত ভবন। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে, ঈশা খাঁর আমলে চলে গেছেন। আপনার মনে হতেই পারে কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে জায়গাটিতে। প্রতিটি ইট যেন এক একটা ইতিহাস এর সাক্ষী দিচ্ছে। পানাম নগরের প্রতিটি ভবন যে ইতিহাসের সাক্ষী হয়ে দারিয়ে আছে। ৪৫০ বছর আগের ইতিহাস জানান দিচ্ছে।

ইতিহাস সম্পর্কে জানতে চাইলে বা তা পরোক্ষ ভাবে দেখতে চাইলে অবশ্যই পানাম নগরে ঘুরে আসতে পারেন।

ধন্যবাদ।

Sort:  

This post has received a 6.62 % upvote from @boomerang.

You got a 50.00% upvote from @whalepromobot courtesy of @shahedadib!

You got a 24.69% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!