Drawing with marker pen on white board.

in CCH3 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।


হ্যালো আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুরা।
আমি @rasel72. #বাংলাদেশ থেকে।


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা আলপনা শেয়ার করব। চলুন শুরু করি-

ড্রইং আমার কাছে একটা পেশা, ভালো লাগা, ভালোবাসা, সময় কাটানো। সব বলতে পারেন। আমি সুযোগ পেলেই বসে যায় রঙ পেন্সিল নিয়ে। যেকোনো জিনিস দিয়েই তৈরি করি, নতুন কিছু সৃষ্টি করার। মাঝে মাঝে তো আপনাদের সাথে শেয়ারও করেছি। আজকেও নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি বোর্ডের উপর মার্কার কলম দিয়ে আলপনা নকশা বা মেহেদী নকশা অংকন করার চেষ্টটা করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRove7CZFhzs8K4nyZxpJastmi3E8RpMvP45J3JXLmiFhWrkJGsgjWHLhJVthRn7YcyZvc6oywSSCr3f5shSU4h8FpJ.jpeg

20250116_223514.jpg

হোয়াইট বোর্ডের উপর মার্কার কলম দিয়ে নকশা ড্রইং।

উপকরণ-

১. হোয়াইট বোর্ড।
২. কালার মার্কার কলম।

প্রথম ধাপ

20250116_222949.jpg

প্রথমে বোর্ডেটা নিয়ে নিলাম। এরপর নীল কালার মার্কার কলম দিয়ে একটা ছোট গোল আকৃতির ফুল অংকন করে নিলাম।

দ্বিতীয় ধাপ

20250116_223127.jpg

20250116_223158.jpg

এবার ফুল দুই দিকে দুইটা কলকা অংকন করে নিলাম। ভিতরে ছোট ছোট ডিজানই করে নিলাম।

তৃতীয় ধাপ

20250116_223242.jpg

20250116_223319.jpg

এবার এক পাশে তিনটা দুইটা ত্রিভুজ আকৃতি ও মাথার দিকে কিছু নকশা করে নিলাম।

চতুর্থ ধাপ

20250116_223449.jpg

20250116_223514.jpg

এবার বাকি অংশগুলো কিছু ছোট ছোট ডিজাইন দিয়ে দিলাম।

20250116_223535.jpg

এরই মধ্যে দিয়ে আমি আমার আজকের নকশার ড্রইংটা শেষ করলাম। যদি আপনাদের কাছে এটা ক্ষুদ্র বা কমন বিষয় মনে হতে পারে। কিন্তু আমি যেহেতু ড্রইংকে ভালোবাসি, যার ফলে এটাও আমার কাছে অনেক কিছু। আশা করি আমার আজকের দেখানো ধাপগুলো আপনারা সবাই ভালো ভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Appreciation for this art dear.

Thank you