কভিড-১৯ কে কেন নোভেল করোনা ভাইরাস বলা হয়? why covid-19 known as a Noval coronavirus?

in Pandemic Forum4 years ago

image.png
image source link
কভিড-১৯ কে কেন নোভেল করোনা ভাইরাস বলা হয়?
উত্তরঃ উহান (Wuhan) সেন্ট্রাল চায়নার বড় একটি শহর। এক কোটি দশ লাখ লোকের বাস এই শহরে। উহান শহরের বাসিন্দাদের খাদ্যাবাস অনেক বিচিত্রময়। কারান তারা এমন কোন বন্যপ্রানী নেয় যা খেয়ে হজম করতে পারে না। বিচিত্র বন্যপ্রানী খাওয়া যাদের শখ উহান তাদের কাছে প্রিয় এঁকোটি শহর । বন্যপ্রানী সংরক্ষনের জন্য চাইনা সরকার বন্যপ্রানী নিধন নিষিদ্দ ঘোষনা করেও বন্যপ্রাণী নিধন বন্ধ করতে পারেনি।
করোনা ভাইরাস বা কভিড-১৯ ধারনা করা হয় প্রথম উহান থেকে কোন বন্যপ্রানীর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এবং অবস্তা খুব দ্রুত খারাপ হতে থেকে তাই জানুয়ারীর ১৯ তারিখ পুরো চায়নার সাথে উহান শহরের যোগাযোগ বিচ্ছন্নি করার করে দেওয়া হয়।
এই ভাইরাস খুব দ্রুত জিন পরিবর্তন করতে থেকে যা আগে কোন ভাইরাসে দেখেনি।
তাই কভিড-১৯ কে নোভেল করোনা ভাইরাস বলা হয়। নোভেল অর্থ হলো নতুন যা আগে দেখা যাইনি।
এই ভাইরাসের ভেকছিন আভিষ্কারের জন্য পৃথিবীর সব বিঙ্গানীরা সবাই ঘাম জরাচ্ছে।