মেঘের চাদরে ঢাকা এক বিষণ্ণ বিকেল

in BDCommunityyesterday (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাইবোনদেরও আমার শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা। ★ আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সর্বশক্তিমান আল্লাহর কৃপায় এবং আপনাদের প্রার্থনায়,আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ, আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে মেঘের চাদরে ঢাকা এক বিষণ্ণ বিকেল নিয়ে একটি ব্লগ শেয়ার করবো। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000005029.jpg

বিকেলের আকাশ আজ অদ্ভুত নীরব। যেন কেউ এক অজানা কষ্টে সারা।আকাশটাকে মেঘের চাদরে ঢেকে দিয়েছে। বাতাসে কেমন এক ভেজা গন্ধ—মাটির, বৃষ্টির, আর একটু একাকীত্বের। এমন বিকেলে মন চায় চুপচাপ বসে থাকতে জানালার পাশে, চায়ের কাপ হাতে, আর দূরে ভেসে যেতে থাকা কালো মেঘের দিকে তাকিয়ে ভাবতে সবকিছু কি সত্যিই এমনই ধূসর হয়ে যায়?

1000005028.jpg

যখন সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে, আর মেঘেরা নরম অথচ ভারী হয়ে ঝুলে থাকে আকাশের বুক জুড়ে তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন ক্লান্ত হয়ে পড়েছে।পাখিরা তাড়াতাড়ি আশ্রয় নেয়, গাছের পাতারা নিস্তব্ধ, আর মানুষের মুখে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত চিন্তামগ্নতা।এমন সময়ে পুরোনো স্মৃতি যেন নিজে থেকেই ফিরে আসে হারানো কারো মুখ, না বলা কিছু কথা, কিংবা এক অসম্পূর্ণ বিকেলের গল্প।

1000005026.jpg

বৃষ্টির আগে-পরে বিকেলগুলোয় চায়ের কাপে লুকিয়ে থাকে অনেক গল্প। এক চুমুক চা, জানালায় পড়া এক ফোঁটা বৃষ্টি, আর মনজুড়ে মিশে থাকা একটুখানি অপেক্ষা বাহিরের মেঘ যেমন কিছুটা ভারী, তেমনি অন্তরের আকাশও যেন আজ ওজনদার।মাঝে মাঝে মনে হয় যদি পারতাম, মেঘের সঙ্গে কথাগুলো উড়িয়ে দিতাম দূরে, যেখানে কারও চোখে জল নেই, কষ্ট নেই, শুধু নিঃশব্দ ভালোবাসা আছে।

1000005027.jpg

বিকেলটা যদিও বিষণ্ণ, তবু তার সৌন্দর্য অস্বীকার করা যায় না।যেভাবে একাকীত্ব কখনো কখনো শান্তি এনে দেয়, তেমনি মেঘলা বিকেলও এনে দেয় মনের প্রশান্তি।এমন বিকেলে বই পড়া, প্রিয় গান শোনা, কিংবা স্রেফ জানালার পাশে বসে থাকা—সবকিছুই হয়ে ওঠে কবিতার মতো।বিকেলের শেষ আলো যখন ধীরে ধীরে অন্ধকারে মিশে যায়, তখন মনে হয় জবনের প্রতিটা দিনই আসলে এমনই আলো থেকে অন্ধকারে, আবার অন্ধকার থেকে নতুন আলোর অপেক্ষায়।

1000005023.jpg

মেঘের চাদরে ঢাকা এই বিষণ্ণ বিকেল হয়তো কেটে যাবে কিছুক্ষণ পরেই।আকাশ আবার পরিষ্কার হবে, সূর্য হাসবে, আর জীবন আবার তার গতিতে ফিরবে।কিন্তু এমন বিকেলগুলো হৃদয়ে এক বিশেষ ছাপ রেখে যায় যেন মনে করিয়ে দেয়,

“সবকিছু মুছে যায়, কিন্তু অনুভূতির রঙ কখনও ফিকে হয় না।”

আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।