The Weekly Turni—Issue 95

in BDCommunitylast year

Sunday, January 15th, 2023
রবিবার, ১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ




Recently I have spent quite a significant time in India, the last part was in and around Kolkata in West Bengal, which is my hometown. This is the first time in a while I have visited the extended family, and I have enjoyed it quite a bit. There is a story that I can share from that trip.

One day I visited my cousin. She is slightly older than me and is now the Principal of a deep rural high school near Sundarban. She commutes every day to that place by local train on the Canning line. It is about a 1.5-hour commute each way from the very southern part of the Kolkata metropolis where she lives. It is not a fun commute day-in-day-out. So I asked her, “why do you do it?" She doesn’t know exactly, which doesn’t surprise me at all. Then she says a bunch of interesting things. She talked about a Muslim girl (the area is predominantly Muslim, but all teachers of this all-girls high school in Hindu) who randomly showed up at her school a few days back. The 14-year-old (age is questionable without a birth certificate) walked straight into the Principal's office and said that she wanted to study. Immediate questions: Who are you? Where are you from? Where are your parents?

Her name is Fatima. She is from a nearby village. She doesn’t have any parents. Never seen her mom or dad. Lives with a series of maternal uncles. Heard from them that her dad ‘never existed’, and her mom died shortly after childbirth, her birth. How she survived this long in an area with extreme poverty, getting shuttled from one uncle to the other doing house chores, and farming work in the field, without virtually any food or sustenance, is a miracle. She never really went to any school, but perhaps did some elementary school work many years back for a few months by some miracle again! She had a crumpled paper copy handwritten letter from 2017 from an elementary school teacher, saying she was given some learning instructions and her age at that time could be 6 or 8! This girl now walks into Pathuriaghata girls high school, meets the principal, and asks if she wants to start school that day. My cousin, who is the Principal asks, “why and how will you manage?” “Don’t you have to do housework? How will you come here, who will pay for transportation?”

Fatima says you guys will give me books, food, and money for transportation! I will do all the housework very early in the morning before anyone gets up and then will do it at night. I know about Kanyashree Prakalpa!

To all that I was speechless at the story. I asked five times, is this real? My cousin says, YES. I knew the name of the scheme, but I had no idea how widespread it is within West Bengal. Now I know. Apparently, that money comes directly to the minor girl's name, in her own bank account. School is required to open a bank account if needed! School’s Principal is also required to help to the best of his/her ability to fit the girl's schedule regarding education and food. I don’t know if this will be a success story in the long run or not, but I intend to check later and find out.

--

-- by @simplifylife

There will be a lot of different answers from a lot of different people. For the connections and friends we made, to improve certain skills - communication and writing in particular, to expand our knowledge by reading blogs from others (yeah, no kidding!).

These are all valid reasons and apply to most veterans on the chain to a certain extent. But somehow we always beat around the bush about why we're here when it comes to the real driving factor. The Money.

I don’t understand how we've managed to make the concept of "needing money" a taboo on the chain. Whether you believe it or not, every single one of us needs money - some more, some less. But we all need money. There is no shame in admitting it. I first found out about the blockchain while I was googling "How to make money online" at a time when I found myself in a financial crisis late into my med school. So today, after 5 years on the chain I can sugarcoat it, however, I like - how I've made such good friends in this community, or how my writing has improved a thousandfold over the last five years, or how much more of cryptocurrency I have learned by being on this chain alone, - which are all true of course - but the truth remains I came here for the money, and I stayed for the money too.

So does it mean the rest of it matters nothing to me? Of course not. The rest of it matters just as much, maybe even more so now as I have matured. But I never deluded myself into swaying away from the "why" I was here part. In fact, I strongly believe, because I remained true to myself why the rest of the benefits fell into place like missing pieces of a jigsaw puzzle. When you're trying to fake your intentions, it is not as easy to build connections. People, especially influential people, will see right through you. They did not become "influential" overnight by frying omelets!

Most of the common answers to "why we're here" can be accomplished on almost every other social media platform. There are a select few who truly understand and value the concept of web3. But how many of us here actually have a full grasp of the concept, or even care? Not many. That includes me. We do not understand or need or want decentralization. It is a fancy and fun word to use. That's about it for most of us.

But that is okay. It will matter when it needs to matter. But till then, we should stay true to our intentions in an honest approach. There is absolutely nothing wrong in admitting we need money as long as we go about it the right way, as long as we stay honest with our principles. I can proudly say I have stayed true to my intention of making money from HIVE - and I have done so. My entire portfolio was built directly with capital generated from HIVE and knowledge gathered from reading and interacting with people I met here.

If you beat around the bush too much, you will be shying away from asking the right questions to the right people which is essential for you to achieve what you really wanted to achieve.

I will repeat what I have been saying from the beginning of this post and just phrase it a bit differently to avoid sounding like a broken recorder.

"There is nothing wrong with wanting a share of the goose that lays golden eggs, as long as you don't kill the goose by being too greedy, or go about gathering your golden eggs the wrong way!"

If you can't understand it without an explanation, you can't understand it with an explanation. ― Haruki Murakami


-- by @rehan12

Taking a short break once in a while is much needed! I have been feeling as if I have been going through a robotic routine for the last couple of weeks. But seems like, there is nothing that can be done to make things a little bit easier for me. Either way whatever the situation is, taking some time out for refreshments and obviously would give some positive vibe for a few more days ;)

Lately, my better half has been complaining about not giving her enough time! I suppose every married person should be aware of this particular accusation. So without thinking much, I was able to find a day where we could spend some time and in addition to that I was able to add a long drive into this small getaway tour of ours.

I was not thinking about documenting or writing about this particular trip down here in the blockchain but guess what, sometimes these small memories will probably make me smile in the near future.

Filled out the tank of the bike in the morning and thus we went out without knowing our destination. There were a few spots that we were about to cover during this small trip of ours. I wish I could have captured those moments but in the very first place that we went, I was able to capture some of the pictures from there. It was an eco-park! Driving through the lane and having the view of nature on both sides of the road, that feeling is quite amazing!


IMG_20221130_150621 (1).jpg


This place could have been one of the best tourist places to explore. But without much care from the government, it is becoming quite an unattractive place to go out with family. Since it is an eco-park, there should be some sort of security and the place and all the animals in it should be treated properly. And not to mention the roads going through it have been a disaster. If only things were perfect it would have been one of the best places in my city to explore with family and enjoy some time with nature.


But either way, it was a nice day to remember!

--- by @rafa-noor

মনের মতন একটা অসাধারণ বই শেষ করার পর যেই তৃপ্তি পাওয়া যায় সেই রেশের মধ্যে কয়েকদিন ধরে আছি। বিভূতিভূষণের আরণ্যক পড়ে যা বুঝলাম, বাংলা ভাষায় তার মতন চমৎকার করে আর কেউ প্রকৃতির স্তুতি এ পর্যন্ত গায়নি। প্রায় ৮৬ বছর আগে লেখা অরণ্যের বর্ণনা এখনও যে পাঠক সমাজকে মোহিত করে যাচ্ছে এটা আশ্চর্যের বিষয়ই বটে!

বইয়ে কাহিনী কলকাতার বি.এ. পাশ সত্যচরণ নামের এক বেকার যুবককে ঘিরে, চাকরি না পেয়ে বন্ধুর অনুরোধে শহুরে জীবন ছেড়ে চলে যায় ভাগলপুরে বন্ধুর জমিদারি এস্টেটে ম্যানেজারের দায়িত্ব পালন করতে৷ প্রায় বিশ হাজার বিঘার মতন গভীর জঙ্গলে ঘেরা জায়গা প্রজাদের মাঝে বিলি করা এবং খাজনা আদায় করার কাজে তাকে নিযুক্ত করা হয়। কোলাহলপূর্ণ এলাকায় বড় হয়ে উঠা যুবকের এই জনবিবর্জিত ভয়াল বনে মন না টেকাই স্বাভাবিক, কিন্তু সময়ের তালে এই নিঝুম বনই তার আত্মসুদ্ধি লাভের উৎস হয়ে উঠে, এখানকার গরীব চাষাদের সরল জীবন যাত্রার অংশ হয়ে শেষে তাদের ভরসার জায়গাটা অনায়াসেই গড়ে তুলে নেয়।
বইয়ে লেখক এরচেয়ে বড় তেমন কোনো কাহিনী বানানোর চেষ্টা করেনি, পুরো বই জুড়েই আছে প্রকৃতির মায়ার ভেতর লেখকের ধীরে ধীরে ডুবে যাওয়ার বর্ণনা, আর এই বিস্ময়কর নিখুঁত বর্ণনায় প্রতিবারই লবটুলিয়ায় নিজেকে কল্পনা করে বিমোহিত হয়েছি।

আরণ্যক বইটি এবার শুনেছি অডিওবুক থেকে। শুনতে গিয়ে শেষে বইটা এত ভালো লেগে গেলো যে খুঁজে খুঁজে আমার প্রিয় সময় গুলো বের করে রাখতাম এই বইটা পড়ার জন্য। যেমন রাতে টিউশন করাতে যাওয়ার সময় সাইকেল ছেড়ে হেঁটে যাওয়া শুরু করলাম৷ নিশ্চুপ রাতে হালকা ঝোপের ভেতর থেকে যখন শেয়াল এসে উঁকি দিয়ে যেতো (একটুও বাড়িয়ে বলছি না! যেখানে থাকি এখানের গাছপালা এখনও সব উজার হয়নি :3)। কিন্তু আরণ্যকের ঘন বনের সাথে তুলনা করলে বহু বনবাদাড় ঘুরলেও এমন নিঃজনতার আস্বাদ কোথাও পাইনি। কারণটা লেখকই বলে দিয়েছেন

"মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই। অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত-পক্ব জম্বুফলের গন্ধে গোদাবরী-তীরের বাতাস ভারাক্রান্ত হইয়া ওঠে, ‘আরণ্যক’ সেই কল্পনালোকের বিবরণ।"

আমি এমনিতেই প্রকৃতি প্রেমিক কিন্তু বিভূতির মতন প্রকৃতিতে অবলকন করে বর্ণনা করার সাধ্য কখনও হবে না। জ্যোৎস্না রাতে কুশীনদীর অপার্থিব সৌন্দর্য, কয়েকদিনের টানা ঝুম বৃষ্টির মধ্যে হুট করে ঘোড়া দৌড়িয়ে বেড়ানো, বুনোফুলে অপরূপ রহস্যময় স্বরস্বতীকুন্ডীর অজস্র বুনোফুলেপূর্ণ বন, লবটুলিয়া আর ফুলকিয়া বইহারের অরণ্যের যে সম্মোহিত করা বর্ণনা সেই রোমাঞ্চের মোহ থেকে বের হয়ে বাস্তবের ইট কাঠের দেয়ালে ফিরে আসা হালকা কষ্টকরই বটে! কিন্তু এমন নিবিড় অরণ্যে গিয়েও যে আমরা দুচোখ ভরে সবটুকু আশ নিতে পারি তেমন সবার জন্য হয় না। প্রকৃতির এত কাছ পর্যন্ত গিয়েও আমরা কতটুকুই বা অনূভব করতে পারি? স্মার্টফোনে অ্যাস্থেটিক ছবি তুলতে গিয়ে হয়তো আশপাশ অনূভব করার সময়ই হয়ে উঠে না। এ জায়গায় এসে লেখকের আরেকটা কথা কোট করতে ইচ্ছা করছে,

"জ্যোৎস্না আরো ফুটিয়াছে, নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য, চারিধারে চাহিয়া মনে হয় এ সে পৃথিবী নয় এতদিন যাহাকে জানিতাম, এ স্বপ্নভূমি, এই দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রে, তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু, বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দিগ্বলয়রেখা যাদের কখনো হাতছানি দিয়ে ডাকে নাই, তাদের কাছে এই পৃথিবী ধরা দেয় না কোনো কালেই৷"

উপন্যাসটি শেষ হয়েছে লবটুলিয়ার অরণ্য কিভাবে মানবসমাজের বিস্তৃতির কাছে বলির পাঠা হয়ে ধ্বংস হলো সে বর্ণনা দিয়ে। যুগলপ্রসাদের হাতে গড়া ফুলেল প্রান্তর খাজনায় বিলি করে দেয়ার সময় বক্তার যে কষ্ট তার সাথে আমরা পাঠকেরাও জড়িয়ে পড়তে পেরেছিলাম।
উপন্যাসে লেখক মানিয়ে নিতে পেরেছিল এই নিঝুম অরণ্যে। শুধু চিনা ঘাসের দানা আর মকাই খেয়ে থাকা গেঁয়ো প্রজা, ক্ষমতাবিহীন আর্য বংশের গরীব রাজার আতিথেয়তা, গাছপ্রেমী যুগলপ্রসাদ, বৈঙ্কলের মত কাব্যানুরাগী, অসাধারণ নৃত্য অনুরাগী ধাতুরিয়া, কুন্তা-মঞ্চী আর ভানুমতীর প্রতি অনুরাগ, মটুকনাথের সংস্কৃত বিদ্যা বিলানোর উৎসাহ এমন কত চরিত্রের প্রতি বক্তার সাথে লেখকের সাথে আমাদেরও যে মায়া জন্মে গেছে তা বলে শেষ হবার নয়। এখানকার গ্রামের মানুষের সারল্যতা, আন্তরিকতা, আতিথেয়তা, সম্মান হয়তো সত্যচরণ কখনোই কলকাতায় বসে পেতো না।

aronnok-bihutobhushon-bondhopadhay.jpg
source

বন্যজীবনে শীতের তীব্রতা থেকে বাঁচতে ভুষির খড়ের গাদায় ঘুমানো, বন সাফ করে মকাই খেত করা, মাংষাশী পশুদের থেকে বেঁচে থাকার জন্য প্রাণপণ লড়াই, আমাদের জগতের বাইরের অশরীরীদের জীবন, বুনোমহিষদের দেবতা টারবারোর উপর বিশ্বাস এসব নিয়েই এখানকার মানুষের জীবন। পড়াশুনা থেকে বহুদূরে থেকেও অরণ্য আর পাহাড় এখানকার মেয়েদের মনকে মুক্তি দিয়েছে, দৃষ্টিকে করেছে উদার, যা এখনকার সুশিক্ষিত সমাজেও পাওয়া মুশকিল। কখনও শহর না দেখা মানুষ গুলোর কলকাতা নিয়ে যে আগ্রহ আর কৌতুহল, কিছুটা এরকম একটা সমাজের দেখা পেয়েছিলাম উত্তর প্রদেশে ঝারখান্দ জেলায়। মাইলের পর মাইল ধু ধু প্রান্তরে গাড়ি ছুটিয়ে নিয়ে যাওয়ার সময় দেখেছিলাম একদল মেষের পাল নিয়ে গ্রামের বউ বাড়ির দিকে যাচ্ছে। তাদের সাথে কথা বলে জানা গেলো বিদ্যুতের আলো এখনও এখানে এসে পৌছেনি, কখনও দিল্লি গেছে কিনা জিজ্ঞেসা করলে জানায় তাদের সাত পুরুষের মধ্যে কারোরই শহর দেখার সৌভাগ্য হয়নি। টানা ২ ঘন্টা ৭০ মাইল গতিতে যাওয়ার পরেও তাদের আশেপাশে কোনো লোকালয় আর চোখে পড়েনি। এই ঝাড়খান্দের বিরান জমি বা লবটুলিয়ার মতন গভীর অরণ্যে গিয়ে সত্যচরণের মতন আমি টিকতে পারবো কিনা কাছের একজনকে জিজ্ঞেসা করছিলাম। প্রকৃতিপ্রেমী হলেও মানুষের সঙ্গ ছাড়া আমার দুইদিনেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে সে বলেছিলো, আসলেও হয়তো তাই!

শেষের দিকে উপন্যাসের এক ফাঁকে লেখক বলেছিলেন,

"মানুষে কি চায়- উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার ক্ষইয়া ক্ষইয়া ভোঁতা এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না, জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান-বাঁধানো, রস ঢুকিতে পায় না।”

এই কথাগুলো প্রায়ই মাথায় ঘুরপাক খায়, আমাদের সমাজে এ জিনিস হরহামেশাই দেখে আসছি। লোক দেখানো উন্নতির পিছে মানুষ যে মানসিক অশান্তিতে ভোগে তা থেকে হয়তো কিছুটা ছুটকারা মিলবে যদি এসব নিয়ে চিন্তা ভাবনা করে।
সবশেষে মিনিমালিস্টিক জীবন ধারণের যে পণ নিজের মধ্যে ধরে বড় করছি তার একটা বিশাল জায়গা জুড়ে আরণ্যক সবসময় থাকবে। কারণ এর মধ্যে দিয়েই শিখেছি, কিভাবে প্রকৃতির তারিফ করতে হয়! মন খারাপের দিন গুলায় কল্পনালোকে এই বুনো জঙ্গলে ডুব দিবো, প্রকৃতি ছাড়া কি আর ইউটোপিয়ান সমাজ ভাবা যায়!


-- by @hushbutton

We live in a world where the hustle and bustle of everyday life is the norm. We are constantly on the go, trying to make ends meet, and striving to achieve our goals. We are constantly bombarded with messages of success, wealth, and material possessions. We are told that these are the things that will make us happy and fulfilled. But, in reality, this busy and materialistic approach to life can often leave us feeling empty and hollow.

The pursuit of material possessions and success can be a never-ending cycle. We are constantly striving for more, and it can be difficult to find satisfaction in what we have. We may find ourselves feeling unfulfilled, despite having achieved our goals. We may feel like we are missing something, even though we have all the material possessions we could ever want. This can lead to a feeling of emptiness and dissatisfaction.

It can also lead to a lack of connection with others. We may find ourselves so focused on our own goals and ambitions that we forget to take the time to connect with those around us. We may be so busy trying to achieve the goals that we forget to take the time to enjoy the simple pleasures of life. We may find ourselves feeling isolated and disconnected from those around us.

However, it can also lead to a lack of appreciation for the present moment. We may find ourselves so focused on the future that we forget to take the time to appreciate the present. We may be so focused on achieving the goals that we forget to take the time to enjoy the simple pleasures of life. We may find ourselves feeling overwhelmed and stressed out, unable to take the time to appreciate the beauty of the present moment.

Furthermore, We may find ourselves so focused on achieving the goals that we forget to take the time to reflect on our own thoughts and feelings. We may be so busy trying to achieve the goals that we forget to take the time to listen to our inner voice. We may find ourselves feeling disconnected from our own emotions and unable to recognize our own needs.

The busy and materialistic approach to life can be a source of great stress and unhappiness. However, it is important to remember that it is possible to find balance and fulfillment in life. We can take the time to appreciate the present moment and to connect with those around us. We can take the time to listen to our inner voice and recognize our own needs. We can take the time to enjoy the simple pleasures of life and find satisfaction in what we have.

It is important to remember that life is not just about achieving our goals and accumulating material possessions. Life is about finding balance and fulfillment in the present moment. It is about taking the time to appreciate the beauty of the present moment and to connect with those around us. It is about taking the time to listen to our inner voice and recognize our own needs. It is about taking the time to enjoy the simple pleasures of life and to find satisfaction in what we have.

So, I say enjoy! Enjoy your moment, and be happy with the collective outcomes for the greater good. Size the day folks!


-- by @annabeth



Sort:  

@simplifylife dactar kothai kothai Murakami to bhaloi jhara hochhe!! :) Pora ki hoyeche 1Q84? Na pore jharle kintu cholbe na.

Getting back to why people are here. Yes, no harm is earning a bit of money. Maybe substantial money for a few. However, the question remain what is one's contribution to the community. Be it in money, be it in kind, be it in time; whatever it could be, there is always someone watching.

Ekhono na porei jhara hocche dada 🤐🤐 1Q84 and After Dark will get these two, but things have been a bit tight. So I have kept expenses in check so as to not burn too deep into my eggs nest!

there is always someone watching.

That's the part many forget or are not aware of. Hence, the uproar when consequences come. We have to get rid of our sense of entitlement besides putting in honest efforts.

Amor has digital copy for everything

Dada I am still very old school when it comes to reading. I need to have a hard copy for everything 😄 I could have saved a lot of money behind my Medical books if I could read from ebooks, but I just can't dada.

@rafa-noor ধউতাল সাহু বলে একজন মহাজন ছিল । তিনি বলতেন " টাকা কি বসিয়ে রাখলে চলে, সুদে না বাড়ালে চলে না হুজুর"

IMG_2047.jpg

Its the last line that matters. Its the last line which stayed with me after many tens of years after I read it for the first time. Since then I have probably read this upward of 20 times. Each time it is different.

এটা আসলেই ভাবার মতন একটা লাইন দাদা। ইহজাগতিক মোহ থেকে নিজেকে ছাড়িয়ে আনতে পারলেই তো দার্শনিকতার প্রথম ধাপে যাওয়া যায়।

ধাওতালের মতন এমন অনেক চরিত্রের মাঝে দিয়েই বিভূতি জীবনকে একটু অন্যভাবে দেখার উপায় বাতলে দিয়েছে। প্রকৃতি যে মানুষের সত্তাকে কত সুন্দর ভাবে প্রভাবিত করতে পারে এই বই তার প্রমাণ।

To attach to the platform for a longer period of time, It can not be a matter of a joke and I truly believe that there is something which baits us to stay here. It could be a single thing for one, or multiple things for others but for me, I feel the thing like a waving river and wanna floating on it in an honest way.
@simplifylife Doc bro :)

Taking a short break once in a while is much needed!

Truly agree with that sense. Releasing the pressure of the task is approximately proportional to me. By the way, Is the eco park your nearby spot or far away from your home town? @rehan12 bhai.

Truly the story of this girl named Fatima left a great thought in my mind, it really is incredible and I never imagined to read a story like this one.

Really the director of this school is a very responsible person to help this girl to study, maybe in the future the girl will be someone important and all this thanks to the help they gave her.