
হ্যালো সবাই, কেমন আছেন সবাই? আমি আশা করি আপনি ভাল আছেন. আমিও ভালো আছি, আজ প্রকৃতি যেন আপন রূপে ছিল সেদিন। সারাদিন বৃষ্টি হচ্ছিল, আর যেন খরার তাপ থেকে আমরা শক্তির নিঃশ্বাস নিয়েছি। কয়েকদিন ধরে এত গরম যে বলে বোঝানো সম্ভব নয়। আজকের প্রকৃতির এই অপরূপ রূপ দেখে ঘরে বসে থাকতে পারিনি, তাই প্রকৃতিকে আরও কাছ থেকে দেখার জন্য বাইরে ছুটলাম। এই সুন্দর জায়গাটা দেখে খুব খুশি হলাম, আর কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। বাতাসে প্রকৃতি হেসে উঠল, ঠাণ্ডা মৃদু হাওয়া এসে পড়ল প্রাণ জুড়ে ছিল ….মুখ দিয়ে গুনগুনকরে গান করছিলাম। পুরনো দিনের বাংলা গান বারবার মনের মধ্যে ভেসে ওঠে।

এটা সত্য যে প্রেম যে কোন সময় যে কোন মানুষকে আকৃষ্ট করতে পারে। যে ভালবাসা শুধুমাত্র মানুষের জন্য হয় যে কোন বস্তুর জন্য মিথ্যা ভালবাসা হতে পারে। প্রেম প্রকৃতির সাথে মিশে যেতে পারে। পশু-পাখির মধ্যেও প্রেম দেখা যায়। ভালোবাসা আসলে হৃদয় থেকে প্রকাশ করা হয়; নিজের মানসিকতা উপলব্ধি করা এবং গভীরভাবে অনুভব করাই ভালবাসা। সবকিছুতে কাজ করে। তেমনি প্রকৃতি দেখার জন্য আমার ভালোবাসা আজ কাজ করেছে, তাই আমি প্রকৃতিতে ছুটে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্য এক ধরনের ভালোবাসা। ভালবাসা নির্দিষ্ট কিছুতে কাজ করে না; ভালবাসা প্রতিটি মানুষের জন্য আলাদা।

আমরা যারা প্রাকৃতিক প্রেমে আছি তাদের ভালোবাসার ভিন্ন ব্যাখ্যা আছে। পৃথিবীতে বাস করতে হলে প্রকৃতির কাছে যেতে হবে; আপনি যদি নিঃশ্বাসের স্বস্তি পেতে চান তবে আপনাকে আপনার হৃদয় খুলে হাসতে হবে। বাইরে গিয়ে প্রকৃতির হাসি দেখে আনন্দ পেলাম। আমি আমার ক্যামেরা দিয়ে কিছু ছবি ধারণ করেছি। আজ আমার এই ছবিগুলোতে যে ফুলগুলো দেখা যাচ্ছে সেগুলোর নাম জানি না। ঘাসে এমন সুন্দর হলুদ ফুল যেন প্রকৃতির সৃষ্টি। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করা এই ফুলগুলো যদি আপনি জানেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ছোট হলুদ ফুলের নাম কি? সারাদিন বৃষ্টির পর বৃষ্টির ফোঁটা পড়ল পাতায় ফুলে। মনে হচ্ছিল ফুলগুলো হেসে আমাকে ডাকছে। তাই আমি তা ক্যামেরায় বন্দী করতে ছুটে গিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে।
