গ্রাম্য মেলায় কি কি পাওয়া যায় চলেন দেখে আসি |

in BDCommunitylast month

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি| দীর্ঘদিন পর আমি আপনাদের মাঝে আবারো ফিরে এসেছি গ্রাম্য মেলায় কি ধরনের জিনিস কিনতে পাওয়া যায় সেই ব্লগ নিয়ে| হঠাৎ করে গ্রামের বাড়িতে গিয়েছিলাম | গ্রামের বাড়িতে গিয়ে আমার ভাই বোনেদের আবদার ছিল গ্রামের মেলায় যাওয়ার | গ্রামে মেলা শুরু হওয়ার আগেই ওরা আমাকে বলেছিল গ্রামে মেলা হবে আর আপু তুমি আসলে আমরা সেই মেলায় যাব | যেমন ভাইবোন এদের কথা তেমনি আমার কাজ ওদের আবদার তো রাখতেই হবে| আমি সেই ছোট্টবেলায় গ্রামের মেলায় যেতাম আব্বুর হাত ধরে বারবার যেন সেই স্মৃতিগুলোই মনে পড়ছিল| ছোট্ট বেলায় আব্বু ভ্যানে করে আমাকে মেলায় ঘুরাইতে নিয়ে যাইতো| বাসায় যদিও বলতো না যে মেলায় যাচ্ছি কারণ আমরা হচ্ছে ইসলামিক মাইন্ডের আর আমাদের বাসায় সবাই ধার্মিক এজন্য মেলায় যাওয়াটা মুরব্বিরা পছন্দ করত না আর আমি বারবারই বাহানা করতাম মেলায় যাওয়ার জন্য| তাই আব্বু আমার আবদার রাখার জন্য আমাকে মেলায় নিয়ে যেত সবার থেকে লুকিয়ে| এখন অনেক বড় হয়ে গেছে তারপরও পরিবার থেকে অনেক বাধা আছে মুরুব্বিরা বলে তারপরও ভাইবোনদের আবদার রাখতে আমি চেষ্টা করেছি মেলাটা পুরোটা ঘুরে দেখান এবং সাথে আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি গ্রাম্য মেলা| আজকাল গ্রাম্য মেলায় আসলে গ্রামেরটা নাই শহরের ছেলে মেয়েরা যেমন বড় হচ্ছে গ্রামের ছেলে মেয়েরা ঠিক তেমনি বড় হচ্ছে| আজকালকার ছেলেমেয়েরা যে ধরনের খেলনা পছন্দ করে ঠিক সেই ধরনেরই খেলাগুলো মেলায় আমি দেখতে পেয়েছি| আমাদের সময় নাগরদোলা খুব প্রচলন ছিল| এখন আর নাগরদোলা দেখতে পায় না এখন ইলেকট্রিক কিছু খেলনা এনে বসিয়ে রাখছে আর বাচ্চারাই মজা করতেছে | গ্রাম্য মেলার মধ্যে আর গ্রাম্য কোন উপায় নেই সবকিছুই আজকাল দোকানে পাওয়া যায়, মেলায় যে স্পেশালি কিছু জিনিস আগে আমরা দেখতাম মাটির খেলনা বিশেষ করে আমার কাছে ভালো লাগতো সেই জিনিসগুলো আমি কোথাও দেখিনি| আমি চেষ্টা করেছি আমার সাদা সাধ্যের মধ্যে আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখানোর জন্য আশা করব আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে |


বন্ধুরা, আমি আশা করব আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে| ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন | আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য প্রতিদিনের মতো | আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন| জীবনে পথ চলতে হলে অনেকটাই ভুলের মধ্যে দিয়ে কাটিয়ে উঠতে হয়| ভুল দিয়ে শুরু করলে ভুল থেকে সঠিক সমাধান খুব সহজেই সামনে চলে আসে| আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন| আজ আসি আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে| ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন| আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য |