ক্রিপ্টোকারেন্সি: লুনা নিয়ে তুলকালাম।

in BDCommunity2 years ago

img_0.7432744980301433.jpg

শেষ কয়েকদিন ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভয়ংকর ধ্বস নেমেছে। এতদিন শেয়ার মার্কেট ধ্বসের সাথে পরিচয় থাকলেও এই প্রথম ক্রিপ্টোকারেন্সি মার্কেট ধ্বসের সাথে পরিচিত হলাম। যদিও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার তেমন একটা ধারনা নেই। তাই এই লেখায় টেকনিক্যাল বিয়াহয়গুলো নিয়ে আলোচনা করব না। বরং আমার আশেপাশের কিছু মানুয়াহ নিয়ে কথা বলব, যারা নিয়মিত বিনেন্স এর মতো মার্কেটপ্লেসগুলোতে ট্রেডিং করে।

সবার প্রথম লুনা নিয়েই কথা বলি। লুনাতে ইনভেস্ট করে আমাদের আশেপাশের অনেক মানুয়াহই আপাতত বড় রকমের ক্ষতির মুখে পড়ে গিয়েছেন। লুনার ভ্যালু যখন কমতে শুরু করেছিল, তখন কম বেশি সবাই সেই কয়েনগুলো অন্য কোনো কয়েনে কনভার্ট করে ফেলেছিলেন। তারা হয়তো তাদের ক্ষতির পরিমান কিছুটা কমাতে পেরেছিলেন। কিন্তু যারা আশায় ছিলেন যে শেষ পর্যন্ত কিছু একটা হবে, তাদের কথা আর কী বলব, আম ও ছালা দুইটাই গিয়েছে ওদের।

img_0.7813764479171205.jpg

গতকালই বিন্যান্স থেকে ঘোষণা দেয়া হয়েছিল লুনা ডিলিস্টেড করা হবে। করা হয়েছিল। তবে আজ দুপুর পর্যন্ত BUSD কয়েন দিয়েও লুনা কয়েনের ট্রেডিং করা যাচ্ছিল। কিন্তু দুপুরের দিকে সেটাও বন্ধ করে দেয়া হয়। অর্থাৎ এই কয়েনটা এখন একেবারেই ভ্যালুলেস। যারা হাজার হাজার কিংবা লাখ খানেক টাকা এখানে ইনভেস্ট করে রেখেছিলেন, তাদেরকে এক নিমিষেই বিশাল একটা ধাক্কা দিল এই ক্রিপ্টোকারেন্সি।

লুনার কর্তৃপক্ষ অবশ্য বলছে যে তারা নতুন করে সবকিছু শুরু করতে চায়। কিন্তু আমার মনে হয় না তা একেবারেই সম্ভব। যদি সম্ভবও হয়, তাহলে নতুন কোনো নামে নতুন কোনো কয়েন চালু করতে হবে। এই লুনা কয়েন দিয়ে পুনরায় ক্রিপ্টোমার্কেটে আসা তাদের পক্ষে একেবারেই সম্ভব না। কারণ এর দাম সর্বনিম্নে চলে আসার পর অনেকেই মজা করে কিংবা শখের বশে কয়েনটা কিনে ফেলেছিল। কিছুদিন আগে যে কয়েনের দাম ১১০ ডলার ছিল, সেই লুনাই গতকাল অনেকে ১০ ডলারে ৩-৪ লাখ পর্যন্ত কয়েন কিনতে পেরেছিল। অর্থাৎ আজ কিংবা কাল অথবা কয়েক বছর পরেও যদি লুনা ফিরে আসে, তাহলে এই শখের বশে কয়েন কেনা লোকেরা কোটিপতি হয়ে যাবে। যা একেবারেই অসম্ভব।

img_0.07620326593729494.jpg

গত কয়েকদিনে ক্রিপ্টোমার্কেটের ভয়াবহ অবস্থা নিয়ে অনেক রিপোর্ট পড়লাম। একেকজন একেক রকম ভাবে পুরো সিচুয়েশনটা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। ক্রিপ্টো সম্পর্কে আমার জানাশোনা খুবই কম। আমি জাস্ট শখের বশে কিংবা কিউরিসিটি থেকেই এসব নিয়ে ঘাটাঘাটি করি। তবে সবাই তো আমার মতো না। অনেকেই এটাকে পেশা হিসেবে নিয়ে ফেলেছে। প্রতিদিন কিছু না কিছু ইনভেস্ট করে আবার প্রফিটও নিয়ে ফেলে। এভাবেই চলছে সবাই।

যারা মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করে, তারা কোনো না কোনো ভাবে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। কিন্তু গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে যারা অন্যের দেখাদেখি চোখ বন্ধ করে ট্রেডিং করতে যায়, তাদের জন্য এই মার্কেট অনেকটাই যে ভয়ংকর, তা এই লুনার সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

আমার পরিচিত একজন লোক লুনা কয়েন কেনার জন্য প্রায় ৩ লাখ টাকা খরচ করেছিলেন। মার্কেট সম্পর্কে উনার কোনো ধারনা না থাকলেও অন্যদের দেখাদেখি ট্রেডিং করে গত কয়েক মাসে বেশ ভালই প্রফিট লাভ করেছিলেন তিনি। কিন্তু বিধি বাম। অতিরিক্ত লাভের আশায় নিজের জমানো সব প্রফিট ও বাইরে থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসে পুরোটাই লুনার পেছনে ইনভেস্ট লরে দিয়েছিলেন তিনি। আর ফলাফলও হাতে নাতে পেয়ে গিয়েছেন।

img_0.7748988230781847.jpg

"Never put all fruits in a busk." ম্যানেজমেন্ট নিয়ে যখন পড়াশোনা শুরু করি, তখন থেকে এই বাক্যটার সাথে পরিচিত। জীবনের প্রায় সব ক্ষেত্র, বিশেষ করে অর্থনৈতিক বিষয়গুলোর সাথে এই বাক্যটার সামঞ্জস্য অনেক। নিজের সমস্ত বিনিয়োগ কখনোই সিংগেল কোনো অবজেক্ট এর উপর করতে নেই। ভাগ করে করে একসাথে অনেক অবজেক্ট এর উপর ছড়িয়ে ছিটিয়ে করতে তাতে রিক্স কিছুটা কমানো যায়। কিন্তু কে শুনে কার কথা! লাভের আশায় নিজের সমস্ত অর্থ প্ল্যান ছাড়া ইনভেস্ট করে অনেকেই সর্বশান্ত হয়ে যায়।

একসময় বাংলাদেশের শেয়ার মার্কেটেও এমন অবস্থা হয়েছিল। শেয়ারমার্কেট ধ্বসের পর কত মানুষ যে সর্বশান্ত হয়ে গিয়েছিল, সে হিসেব তো কেউ জানে না। অনেকে তো আত্মহত্যাও করেছিল। এত সব কিছুর পরেও আমাদের তেমন একটা শিক্ষা হয়েছে বলে মনে হয় না।

ক্রিপ্টোকারেন্সি আমাদের দেশে এখনোও বৈধ না। ভবিষ্যতে কখনো বৈধ হবে কিনা, তাও জানি না। তবে এতটুকু আশা করব যে এই ক্রিপ্টোকারেন্সি বৈধ করা আগে এর সম্পর্কে দেশের সকল মানুষকে সুষ্ঠুভাবে ধারনা দিতে হবে। তা না হলে অতিরিক্ত লাভের আশায় না বুঝেই অনেকে বিপদে পড়ে যেতে পারে।

img_0.586920441728915.jpg

ক্রিপ্টোতে আমি কখনোই বড় রকমের কোনো লস খাই নি। কারণ আমি কখনোই বড় এমাউন্টে ট্রেডিং করি নি। টুকটাক ছোট খাটো কিছু কয়েন কিনে রেখে দিয়েছি ভবিষ্যতের জন্য। হয়তো ৫-১০ বছর পর এগুলো থেকে কিছু লাভ পেতে পারি। লাভ না পেলেও অবশ্য ক্ষতি নেই। কারণ বর্তমানে এগুলোর ভ্যালু একেবারেই কম।

আমি এখনোও ক্রিপ্টো নিয়ে ঘাটাঘাটি করে যাচ্ছি। ইচ্ছে আছে আরো অনেক পড়াশোনা করার পর তারপর বড় কোনো এমাউন্ট ইনভেস্ট করব। না জেনে শুনে শুধু শুধু বিপদে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আশা করি অন্যরাও এই বিষয়গুলো মাথায় রাখবেন।

Sort:  

I'm not invest in Luna,,, but that news really hearts me😔
Many people loss their all asset 😢
I like your Point of view👌I'm also same like you Just study about crypto currency trading with little investment😌 After complete the graduation invest big amount 😁

Congratulations @reza-shamim! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You distributed more than 29000 upvotes.
Your next target is to reach 30000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Support the HiveBuzz project. Vote for our proposal!

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

Hi @reza-shamim, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON