গোধূলি বিকেলে।

in BDCommunity2 years ago

বেশির ভাগ সময় বিকেল বেলায়ই ঘুরতে যাওয়া হয়। আর হবেই বা না কেন , বিকেলের যে পরিবেশটা , সেটা বাকি সময়কার পরিবেশ গুলোর থেকে সম্পূর্ণ আলাদা। বিশেষ করে আমার কাছে বিকেলের আকাশটা সব থেকে বেশি সুন্দর লাগে। বিকেলে যদি কোনো খোলা আকাশের নিচে বসে সময় কাটানো যায় তাহলে সত্যিই মনটা একদম প্রফুল্ল হয়ে যায়। কিন্তু এই ইট পাথরের নগরে খোলা আকাশটাও খুঁজে পাওয়া বেশ মুশকিল। এখন কোরবানির জন্য কলেজ বন্ধ দিয়েছে। কয়েকদিন পরই আবার খুলে যাবে। এখন যদি একটু ঘুরা ঘুরি না করতে পারি তাহলে মনে হয় না শীঘ্রই আবার কোথাও ঘুরতে যেতে পারবো।

গতকাল বিকেলে বন্ধুর বাসায় যাওয়ার কথা ছিল। যাওয়া হয়নি কালকে আর। আর ওদের বাসা আমাদের এলাকায় না। দুই বন্ধু মিলে ওদের বাসায় যাওয়ার কথা ছিল। যাওয়ার আগে ওকে কল দেয়ার পর ও বলে ওরা বাসায় নেই। ফিরতে ফিরতে রাত হবে। ওই জন্যই মূলত কালকে বিকেলে বের হওয়া। ওদের বাসা থেকে সামান্য দূরেই অনেক বড় একটা খেলার মাঠ আছে। গতকাল বিকেলে সেখানেই গিয়ে বসে ছিলাম সন্ধ্যা অব্দি। আর এমনিতেও কালকের আকাশটা অনেক সুন্দর ছিল , আজকের মতোই। আকাশে কোনো সাদা মেঘও ছিল না। একদম নীল , সাগরের মতো দেখাচ্ছিল। আসলে প্রকৃতির সুন্দর্য কখনই অন্য সুন্দর্যের সাথে তুলনা হয়না।

এমনিতেও আমি আকাশ প্রেমী। কিছু কিছু মানুষ আছে যারা আকাশ এর সুন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আমিও কিছুটা ওই রকমই বলতে গেলে। রাতের আকাশে যখন পূর্ণিমা থাকে, আর সাথে হাজারো তারা , এইসবের সুন্দর্য বলে প্রকাশ করার মতো না। আমার মাঝে মধ্যেই ইচ্ছা করে বাসার ছাদে বসে কিছুক্ষন রাতের আকাশটাকে উপভোগ করার। মাঝে মধ্যেই যাই , আবার বেশির ভাগ সময়ই যেতে পারি না । রাতের বেলায় পড়তে বসতে হয়। আর পড়া লেখা বাদ দিয়ে যদি ছাদে গিয়ে বসে থাকি তাহলে আম্মু প্রচণ্ড রাগ হবে। মুলুত এইসব কারণেই আর যাওয়া হয়না। আর না হয় আমি হয়তো সারাক্ষন গিয়ে বাসায় ছাদেই বসে থাকতাম।

মাঝে মধ্যে যখন কোনো বন্ধু আসে, তখন ওদের নিয়ে বেশির ভাগ সময়ই উপরে চলে যাই। ছাদে বসে বসে গল্প করার মজাটাই আলাদা। বিশেষ করে যখন বন্ধুদের সাথে আড্ডা দেয়া যায়। কিন্তু আবারো সেই ঘুরে ফিরে একই কথা। এই ব্যস্ততার মধ্যে কারোই সময় হয়না। শুধু শুক্রবার ছাড়া। আবার এমন ও হয় যে শুক্রবারই আমাদের পরীক্ষা থাকে। কিন্তু যেদিন সবাই একদম ফ্রি থাকি সেইদিন ৪-৫ জন বন্ধু একসাথে মিলে ছাদে বসে আড্ডা দেই। সত্যিই মাঝে মধ্যে মনে হয় , বড় হলে কি ঠিক এভাবেই বন্ধুদের সাথে সময় কাটাতে পারবো ? হয়তো না , আবার হয়তো পারবো। " না " বলার কাৰণ হচ্ছে বড় হওয়ার সাথে সাথে সবাই তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পারবে। তখন কি আর আমাদের কথা মনে থাকবে।

ছবিটা আমি ওই খেলার মাঠে বসেই তুলেছিলাম। বিশাল বড় মাঠের কিনারায় বসে ভেবেছিলাম আকাশটার একটা ছবি নেয়া যাক। আবার হয়তো খুব শীঘ্রই সেখানে যাওয়া হবে না। কয়েকদিন পর স্কুল- কলেজ খুলে ফেললে আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যেতে হবে। আমার মতে এই ব্যস্ত জীবনের পাশা পাশি কিছুটা সময় আমাদের প্রকৃতির সাথে কাটানো দরকার , যাতে করে আমাদের মন সব সময় প্রফুল্ল থাকে। আর প্রফুল্ল থাকলেই তো আমরা আমাদের কাজে কর্মে যথেষ্ট মনোযোগ দিতে পারবো।

IMG_20220625_182101.jpg