অামার জীবনের প্রথম চাওয়া পাওয়া সে তো একজন জানে। অামি তাকে সব সময় স্বরন করি।তার কারনে অামাদের পৃথিবীর বুকের অাশা যাওয়ার মেলা।হয় কেউ পৃথিবীর মাঝে বসে ভালো বা মন্দ কাজ করে।সব হিসাব তো সে করবে। তবে অামি তো অনেক হিসাব করছি অামার জীবনের। অামি পারিনি একটি হিসাব মিলাতে। অামি বাস্তবতার কাছে হেরে গেছি।