Tea for guest

in #life6 years ago

pexels-photo-259955.jpeg
Source

হুট করেই সন্ধায়ে বাড়িতে চারজন বন্ধু এসেছে। আম্মাকে চা বানাতে বললাম।

আম্মা রান্নাঘরে আমাকে ডাকলেন এবং বললেন, চিনি তো সব শেষ, একফোঁটাও নেই, চা বানাবো কি করে ?

আমি বললাম তুমি বানাও তো চা, বাকিটা আমি ম্যানেজ করে নেব।

আম্মা চা বানিয়ে পরিবেশন করলেন। এবার আমি বললাম, বন্ধুরা আজ আমরা একটা মজার খেলা খেলবো। এই চাএর কাপগুলোর মধ্যে একটা কাপে চিনি দেওয়া নেই, সবাই একটা করে কাপ নেবে, যার কাপে চিনি থাকবে না, সে আগামী শুক্রবার আমাদের সবাইকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে।

চা খাবার পর প্রশ্ন করা হলে সবাই স্বীকার করে নিল তাদের চায়ে চিনি ঠিক ছিল, একজন তো বলেই বসলো, আন্টি কি আমার কাপে ডবল চিনি দিয়েছিলেন নাকি ?