চাণক্য শ্লোক বাংলা: ১০৪: বকের কাছে শিক্ষা

in #palnet5 years ago (edited)

::::::::::::::১০৪ বকের কাছে শিক্ষা::::::::::::::::

ইন্দ্রিয় সংযমে রাখি যত গুণীজন।
ধৈর্য ধরি স্থির রহে বকেরা যেমন।।
দেশ কাল বল বুঝে পেয়ে অবসর।
নিজকর্ম সমাধান করে অতঃপর।।

বঙ্গানুবাদ: বকজাতি খুবই সংযমী ও ধৈর্যশীল। তারা আহারের জন্য মাছ ধরার সময় একান্ত ধৈর্য এবং একাগ্রচিত্তে অপেক্ষা করতে থাকে। বকের থেকে মানুষ যে ধৈর্য শক্তির পরিচয় পেয়ে থাকে, মানুষের উচিত সেই শিক্ষা গ্রহণ করে দেশ, কাল ও নিজ শক্তি সম্বন্ধে জ্ঞাত হয়ে একাগ্রতা সহকারে আপন কার্য সিদ্ধি তে এগিয়ে চলা।


heron-3822461_640.jpg


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg