HISTORICAL PLACE LALBAGH KELLA ( লালবাগের কেল্লা)

in #photography14 hours ago (edited)

লালবাগের কেল্লা
20250117_170013.jpg

লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গবাদ ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসুরি, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি। কারণ মুঘল সুবাদার শায়েস্তা খাঁ এর কন্যা পরিবীবী মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন।

Hi hive Friends good night. Earnestly thanks all hive friends for well support and visit my profile. Friends today is Tuesday and today night i share amazing OLD BUILDING photo from LALBAGH KELLA ( লালবাগের কেল্লা). I captured this PHOTO from lalbag, Dhaka, Bangladesh when i had been visiting this place. Friends my hobby is gardening & photography. The OLD BUILDING looking very excellent . It's a very old scenery. I hope all of my friends like this photograph. Wish your good luck. All the best.

20250117_170229.jpg

20250117_170508.jpg