Champions League Night 💥💥

in #sports24 days ago

বিশ্বের সবচাইতে জনপ্রিয় ফুটবল কম্পিটিশন ওয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গতকাল মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল বনাম বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামে এই চার দল। হাইভোল্টেজ এই দুই ম্যাচে দারুন কিছু নাটকীয়তার সাক্ষী হয় ভক্ত সমর্থকরা। দুই ম্যাচেই চারটি কিংবা তার অধিক গোল হলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলগুলোকে!

রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যাকর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী রিয়ালের মাঠ শান্তিয়াগো বার্নাবুতে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচাইতে সাফল্যমন্ডিত দল। দলটি সর্বোচ্চ ১৪ বার ইউসিএল শিরোপা অর্জন করেছে। তাই চ্যাম্পিয়ন্স লিগের সাথে এই দলটির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাছাড়া এবারে সিজনে দলটিতে রয়েছে ভেনিয়াস জুনিয়র, রদ্রীগো, বেলিংহাম এবং লুকা মদ্রিচের মতো বিশ্বমানের তারকা ফুটবলাররা। তাই ঘরের মাঠে কিছুটা হলেও এগিয়ে ছিলো স্বাগতিক রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদ পুরোপুরি সেই অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ!

অপরদিকে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাবের নাম ম্যানচেস্টার সিটি। সর্বশেষ আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ট্রেবল জয় করেছে দলটি। পেপ গার্দিওয়ালার অধিন ইংলিশ ক্লাবটি এবারও তাদের শিরোপা ধরে রাখতে বদ্ধ পরিকর। হল্যান্ড, ডি ব্রুইন, ফিল ফোডেনের মতো বিশ্বমানের তারকাদের নিয়ে গড়া ম্যানচেস্টার সিটি এবারের আসরেও রয়েছে দুর্দান্ত ফর্মে। তাইতো রিয়ালের মাঠে রিয়ালকেই আটকে দিয়েছে সিটি!

রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যেকার এই ম্যাচটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ। কেননা মাত্র ২ মিনিটেই ম্যানচেস্টার সিটির হয়ে গোল করে সিলভা। ফলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় সিটি। কিন্তু ম্যাচের ১২ তম মিনিটে রোবেন ডিয়াস ওন গোল করলে ম্যাচে সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। তার দুই মিনিট পরেই অসাধারণ ফিনিশিংয়ে ম্যাচে রিয়ালকে এগিয়ে নিয়ে যায় ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। কিন্তু শেষ পর্যন্ত রিয়াল তার লিড ধরে রাখতে পারেনি। ছয় গোলের এই ম্যাচটি শেষ হয় ৩-৩ ড্র‍য়ের মধ্য দিয়েই!

গতকালের আরেক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই শিরোপা প্রত্যাশী দল আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ। আর্সেনালের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। সাম্প্রতিক সময়ে ইংলিশ ক্লাব আর্সেনাল রয়েছে দুর্দান্ত ফর্মে। তরুণ প্লেয়ারদের নিয়ে গড়া আর্সেনাল এবারের পুরো সিজন জুরেই অসাধারণ পারফরমেন্স করে আসছে। অপরদিকে বায়ার্ন মিউনিখ এবারের সিজনে কিছুটা হলেও তাদের ছন্দ হারিয়েছে। সেই হিসেবে ঘরের মাঠে অনেকটা এগিয়ে ছিলো গানার্সরা।

আর্সেনাল এবং মিউনিখের এই ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল আর্সেনাল দল। ইংল্যান্ড তারকা সাকার অসাধারণ গোলে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে গিয়েছিলো আর্সেনাল। কিন্তু দলটি তাদের লিড ধরে রাখতে ব্যর্থ হয়। বিরতির আগেই দুই গোল কনসিড করে পিছিয়ে পরে মিকেল আর্তেতার দলটি। তবে বিরতি শেষে গ্রেব্রিয়াল জেসুস এবং ট্রসার্ডের অসাধারণ কম্বিনেশন গোলে ম্যাচে সমতায় ফিরে গানার্সরা। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় থেকেই শেষ হয় সেমিফাইনালের প্রথম লেগের লড়াই!


1000017672.jpg
Arsenal